নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের তদন্তকারী দলের কাছে অভিযোগ দেবে আওয়ামী লীগ। দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির কার্যালয়, নেতা কর্মী ও তাদের বাড়ি-ঘর, কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে দলীয়ভাবে অভিযোগ জমা দেবে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ আন্দোলনে সারা দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির কার্যালয়, নেতা কর্মী ও তাদের বাড়ি-ঘর, কার্যালয়ে হামলা, ভাঙচুর করে। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার তদন্ত করতে দেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার অনুসন্ধান দল। তাদের কাছে দলীয় ভাবে অভিযোগ জমা দেবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ার করা পোস্টে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।’
এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা জানিয়ে বলা হয়, ‘আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব।’
অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট দলীয় মেইলে [email protected] জানাতে অনুরোধ করা হয়। আওয়ামী লীগ সব ঘটনার তদন্ত ও বিচারের দাবি করছে।
কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে সারা দেশে আন্দোলন শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। যা রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের অভিযোগ ওঠে। যাতে প্রাণ হারায় প্রায় হাজার খানেক মানুষ। যাদের অধিকাংশই গুলিতে মারা যান। সে সময় অভিযোগ ওঠে তৎকালীন সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি করেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ওই দিনই ভারতে চলে যান। শেখ হাসিনার ভারত যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে ওই দিন বিক্ষুব্ধরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে তাঁর রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং দলটির নেতা কর্মী ও তাদের বাসা-বাড়ি-কার্যালয়ে হামলা করেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জাতিসংঘের তদন্তকারী দলের কাছে অভিযোগ দেবে আওয়ামী লীগ। দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির কার্যালয়, নেতা কর্মী ও তাদের বাড়ি-ঘর, কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে দলীয়ভাবে অভিযোগ জমা দেবে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী সভাপতি শেখ হাসিনা। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ আন্দোলনে সারা দেশে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির কার্যালয়, নেতা কর্মী ও তাদের বাড়ি-ঘর, কার্যালয়ে হামলা, ভাঙচুর করে। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার তদন্ত করতে দেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার অনুসন্ধান দল। তাদের কাছে দলীয় ভাবে অভিযোগ জমা দেবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে শেয়ার করা পোস্টে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।’
এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা জানিয়ে বলা হয়, ‘আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব।’
অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট দলীয় মেইলে [email protected] জানাতে অনুরোধ করা হয়। আওয়ামী লীগ সব ঘটনার তদন্ত ও বিচারের দাবি করছে।
কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে সারা দেশে আন্দোলন শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। যা রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের অভিযোগ ওঠে। যাতে প্রাণ হারায় প্রায় হাজার খানেক মানুষ। যাদের অধিকাংশই গুলিতে মারা যান। সে সময় অভিযোগ ওঠে তৎকালীন সরকারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি করেছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ওই দিনই ভারতে চলে যান। শেখ হাসিনার ভারত যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে ওই দিন বিক্ষুব্ধরা বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে তাঁর রাজনৈতিক কার্যালয়সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং দলটির নেতা কর্মী ও তাদের বাসা-বাড়ি-কার্যালয়ে হামলা করেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
১ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
১ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৪ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৫ ঘণ্টা আগে