নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে একটি জাতীয় মানদণ্ড নির্ধারণের প্রস্তাব করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, `অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার জন্য একটা জাতীয় মানদণ্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার। দুর্ঘটনায় শ্রমিকেরা কী ক্ষতিপূরণ পাবে, নিহতেরা কী ক্ষতিপূরণ পাবে, আহতেরা কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে, তা নির্ধারণ করা থাকবে এই মানদণ্ডে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনের দায়িত্বে যারা থাকবেন, তাদের দায়িত্ব পালনে অবহেলা থাকলে কী ব্যবস্থা হবে, সবকিছু মানদণ্ডে থাকা দরকার।'
নজরুল আরও বলেন, 'মনে রাখতে হবে মানুষ কাজ করতে যায় জীবন বাঁচানোর জন্য এবং জীবিকা অর্জনের জন্য। কাজ করতে গিয়ে যদি মানুষকে অকালে জীবন দিতে হয়, তাহলে তো সেটা কারখানা না, ওটা মৃত্যুকূপ। এটা তো কোনো রাষ্ট্রের মেনে নেওয়া উচিত না। অতএব এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আশা করব রাষ্ট্র এ দায়িত্ব পালন করবে।'
গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। গত ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শনে যান এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে হাশেম ফুডস কারখানার অনেক ত্রুটি তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, `কারখানাটার সুনাম আছে। তারা বিদেশে পণ্য রপ্তানি করে। কিন্তু কারখানা দেখে সেটা মনে হয়নি। অতি সাধারণ কারখানার মতো। সেখানকার শেডগুলো ভালোভাবে করা হয়েছে বলে মনে হয়নি। যাওয়ার পথও সংকীর্ণ। যে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে সমস্যা হয়েছে। অগ্নি নির্বাপণ এবং বহির্গমনের ব্যবস্থাতো ছিল না বললেই চলে।'

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে একটি জাতীয় মানদণ্ড নির্ধারণের প্রস্তাব করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, `অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার জন্য একটা জাতীয় মানদণ্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার। দুর্ঘটনায় শ্রমিকেরা কী ক্ষতিপূরণ পাবে, নিহতেরা কী ক্ষতিপূরণ পাবে, আহতেরা কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে, তা নির্ধারণ করা থাকবে এই মানদণ্ডে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনের দায়িত্বে যারা থাকবেন, তাদের দায়িত্ব পালনে অবহেলা থাকলে কী ব্যবস্থা হবে, সবকিছু মানদণ্ডে থাকা দরকার।'
নজরুল আরও বলেন, 'মনে রাখতে হবে মানুষ কাজ করতে যায় জীবন বাঁচানোর জন্য এবং জীবিকা অর্জনের জন্য। কাজ করতে গিয়ে যদি মানুষকে অকালে জীবন দিতে হয়, তাহলে তো সেটা কারখানা না, ওটা মৃত্যুকূপ। এটা তো কোনো রাষ্ট্রের মেনে নেওয়া উচিত না। অতএব এটা রাষ্ট্রীয় দায়িত্ব। আশা করব রাষ্ট্র এ দায়িত্ব পালন করবে।'
গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অনেকে। গত ১৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শনে যান এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে হাশেম ফুডস কারখানার অনেক ত্রুটি তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, `কারখানাটার সুনাম আছে। তারা বিদেশে পণ্য রপ্তানি করে। কিন্তু কারখানা দেখে সেটা মনে হয়নি। অতি সাধারণ কারখানার মতো। সেখানকার শেডগুলো ভালোভাবে করা হয়েছে বলে মনে হয়নি। যাওয়ার পথও সংকীর্ণ। যে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে সমস্যা হয়েছে। অগ্নি নির্বাপণ এবং বহির্গমনের ব্যবস্থাতো ছিল না বললেই চলে।'

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
২৬ মিনিট আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৫ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৬ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৭ ঘণ্টা আগে