নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর চলতি সফর নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরের অর্জন শূন্য বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বুধবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সফরের অর্জন জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক-আধ দিন বোকা বানানো যায়, বেশি দিন যায় না। আওয়ামী লীগ এই কাজটাই করে যাচ্ছে। কিন্তু এইবার জনগণ তাঁদের জারিজুরি বুঝে গেছে।’
আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণসহায়তা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকার প্রথম থেকেই মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁরা মিথ্যা বলে প্রচার করতে চায় যে, এই সফরটা তাদের সফল হয়েছে।
‘বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো তাদের (সরকার) সঙ্গে আলোচনা করতে চাইনি। কারণ তাদের সঙ্গে আলোচনার যে পূর্ব অভিজ্ঞতা, তাতে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না। তারা মিথ্যা কথা বলে এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।’
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও বিএনপির মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।

প্রধানমন্ত্রীর চলতি সফর নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরের অর্জন শূন্য বলেও মন্তব্য করেছেন তিনি। আজ বুধবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সফরের অর্জন জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক-আধ দিন বোকা বানানো যায়, বেশি দিন যায় না। আওয়ামী লীগ এই কাজটাই করে যাচ্ছে। কিন্তু এইবার জনগণ তাঁদের জারিজুরি বুঝে গেছে।’
আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণসহায়তা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকার প্রথম থেকেই মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁরা মিথ্যা বলে প্রচার করতে চায় যে, এই সফরটা তাদের সফল হয়েছে।
‘বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো তাদের (সরকার) সঙ্গে আলোচনা করতে চাইনি। কারণ তাদের সঙ্গে আলোচনার যে পূর্ব অভিজ্ঞতা, তাতে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না। তারা মিথ্যা কথা বলে এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।’
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও বিএনপির মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
১২ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে