Ajker Patrika

মা চলে যাওয়ায় এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, মারবেন না: ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৬
মা চলে যাওয়ায় এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, মারবেন না: ব্যারিস্টার খোকন
আজ শুক্রবার বিকেল নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: আজকের পত্রিকা

‘তাদের মা (শেখ হাসিনা) চলে যাওয়ায় এতিম হয়ে গেছে আওয়ামী লীগ। এতিম আওয়ামী লীগের পোলাপানদের মারবেন না আপনারা। তবে, যারা অপরাধ করেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অস্ত্র ঠেকিয়েছে; যারা ভোট চুরি করেছে; তাদের বিচার হবেই ইনশা আল্লাহ।’

এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আজ শুক্রবার বিকেল নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘আওয়ামী লীগ-শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগও ভোট দিতে পারে নাই। পুলিশ, সরকারি কর্মচারীরা এবং দুই-চারজন পান্ডা ভোট নিয়ে গেছে। প্রিসাইডিং অফিসারদের বাধ্য করছে, পুলিশ অফিসারদের বাধ্য করছে, শিক্ষকদের বাধ্য করছে ভোট জালিয়াতি করার জন্য। এসব কারণে আওয়ামী লীগ গ্রামে গ্রামে সন্ত্রাসী সৃষ্টি করছে। এই সন্ত্রাসী বাহিনী সোনাইমুড়ী ও চাটখিলে ২২ জনকে হত্যা করেছে। খিলপাড়ার চারজন গুম হয়েছে; যাদের এখনো পাওয়া যায়নি। সে মৃত্যু আপনার হতে পারত, আমার হতে পারত! এই এলাকার আওয়ামী লীগের নেতাদের ইন্ধনেই আমার ভাইদের হত্যা করছে, আমার ভাইদের গুলি করছে; এগুলোর বিচার এখনো হয় নাই।’

নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ করবেন কী! দলীয় একটা প্রোগ্রামও করতে পারেন নাই। ২০ জন এক জায়গায় বসার অবস্থা ছিল না। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চলে আসত, হেলমেট বাহিনী চলে আসত। সারা দেশে যারা যুদ্ধে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল; তাদের সম্মান করা উচিত। যুদ্ধে ছাত্র-জনতার কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। যুদ্ধে পরাজিত হলে কেউ হয় আত্মহত্যা করে, নয় পালিয়ে যায়। যারা ভিতু, তারাই পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় হয়েছে! এটা আমার স্বাধীন বাংলাদেশের ওপর আঘাত, আমার মানচিত্রের ওপর আঘাত, আমার ভূখণ্ডের ওপর আঘাত, আমার স্বাধীনতার ওপর আঘাত। আপনি বলতে পারতেন সাহায্যকারী ছিলেন। ৯ মাস যুদ্ধ করেছি আমরা, লাখ লাখ মানুষ মারা গেল আমাদের আর তাঁরা দাবি করে বিজয় তাঁদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত