কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দীর্ঘদিনের অভ্যন্তরীন দ্বন্দ্ব ও বৈরিতা ভুলে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ একই মঞ্চে মিলিত হয়েছেন। নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন উপজেলার জনপ্রিয় এই দুই নেতা।
একই মঞ্চে উপবিষ্ট হয়ে নিজেদের দ্বন্দ্ব নিরসনের কথা জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণাও দেন তারা। দুই নেতার দ্বন্দ্বের কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন দুই ভাগে বিভক্ত। অবশেষে দুই নেতার বৈরিতা দূর হওয়ায় নেতা-কর্মীদের মাঝেও স্বস্তি নেমে এসেছে।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পান কামরুল ইসলাম। তিনি টানা তিন বার এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরে দুই নেতার মাঝে বিরোধ প্রকাশ্যে আসে, দুই মেরুতে অবস্থান নেন তারা। নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
গত নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু শেষমেশ এবারও নৌকার মনোনয়ন পান কামরুল ইসলাম। নৌকার মনোনয়ন না পেয়ে শাহীন আহমেদ ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি।
দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে মিলিত হওয়ার বিষয়ে শাহীন আহমেদ বলেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে দলের জন্য রক্ত ঝরিয়েছি। সুতরাং আওয়ামী লীগের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। তার কথাই শিরোধার্য। আমার কর্মী সমর্থক সবাইকে ঢাকা-২ আসনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।’
একই মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বড় একটি গণতান্ত্রিক দল। এখানে গ্রুপিং আছে, প্রতিযোগিতা আছে। কিন্তু দিন শেষে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমাদের সবার নেতা মাননীয় প্রধানমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদও নৌকার লোক। আমরা এক হয়ে নৌকার জন্য কাজ করব।’

দীর্ঘদিনের অভ্যন্তরীন দ্বন্দ্ব ও বৈরিতা ভুলে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ একই মঞ্চে মিলিত হয়েছেন। নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকার সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন উপজেলার জনপ্রিয় এই দুই নেতা।
একই মঞ্চে উপবিষ্ট হয়ে নিজেদের দ্বন্দ্ব নিরসনের কথা জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণাও দেন তারা। দুই নেতার দ্বন্দ্বের কারণে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন দুই ভাগে বিভক্ত। অবশেষে দুই নেতার বৈরিতা দূর হওয়ায় নেতা-কর্মীদের মাঝেও স্বস্তি নেমে এসেছে।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পান কামরুল ইসলাম। তিনি টানা তিন বার এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরে দুই নেতার মাঝে বিরোধ প্রকাশ্যে আসে, দুই মেরুতে অবস্থান নেন তারা। নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
গত নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম ও শাহীন আহমেদ। কিন্তু শেষমেশ এবারও নৌকার মনোনয়ন পান কামরুল ইসলাম। নৌকার মনোনয়ন না পেয়ে শাহীন আহমেদ ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি।
দ্বন্দ্ব ভুলে এক মঞ্চে মিলিত হওয়ার বিষয়ে শাহীন আহমেদ বলেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে দলের জন্য রক্ত ঝরিয়েছি। সুতরাং আওয়ামী লীগের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না। তা ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলেছেন। তার কথাই শিরোধার্য। আমার কর্মী সমর্থক সবাইকে ঢাকা-২ আসনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাই।’
একই মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বড় একটি গণতান্ত্রিক দল। এখানে গ্রুপিং আছে, প্রতিযোগিতা আছে। কিন্তু দিন শেষে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমাদের সবার নেতা মাননীয় প্রধানমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদও নৌকার লোক। আমরা এক হয়ে নৌকার জন্য কাজ করব।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৮ ঘণ্টা আগে