নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতার শাহাদতবার্ষিকীতে ভুয়া জন্মদিন পালন বেগম খালেদা জিয়া আবারও জাতির সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাতির পিতার ৪৬ তম শাহাদতবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে আপনারা (বিএনপি) আবারও জাতির সঙ্গে তামাশা করছে। আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন, কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিল করেছেন কিন্তু জন্মদিন পালন করছেন।
বেগম জিয়ার ম্যাট্রিকুলেশন সনদ অনুযায়ী জন্মদিন ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদ ৫ সেপ্টেম্বর ১৮৪৫, পাসপোর্ট সনদ ১৯ আগস্ট ১৯৪৫, আবার দাবি করেন ১৫ আগস্ট ১৯৪৫ তাঁর জন্মদিন উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে বেগম জিয়াই উন্মোচন করেছেন। করোনা পরীক্ষার জন্য দেওয়া তথ্যে জানা গেল খালেদা জিয়ার জন্মদিন ৮ মে,১৯৪৬।
দেশকে নেতা ও মেধাশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা শান্তির বাংলাদেশ চায় না। তাঁরা অস্থিতিশীল বাংলাদেশ যায়। প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্প নিয়ে তাঁরা মিথ্যাচার করে।
তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বিশ্বব্যাংক তাঁদের ভুল স্বীকার করেছে তবুও শেখ হাসিনার নেতৃত্বে মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। পরাজিত ও প্রতিক্রিয়াশীল চক্রের বলতে চাই, বঙ্গবন্ধু একজন নিরপেক্ষ রাজনীতিবিদ থাকার কারণে এত সংঘাত এরপরেও আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন, ইমার্সিভ চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক এমএ আজিজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ।

জাতির পিতার শাহাদতবার্ষিকীতে ভুয়া জন্মদিন পালন বেগম খালেদা জিয়া আবারও জাতির সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাতির পিতার ৪৬ তম শাহাদতবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে আপনারা (বিএনপি) আবারও জাতির সঙ্গে তামাশা করছে। আপনারা কর্মসূচি পরিবর্তন করেছেন, কেক কাটার পরিবর্তে দোয়া মাহফিল করেছেন কিন্তু জন্মদিন পালন করছেন।
বেগম জিয়ার ম্যাট্রিকুলেশন সনদ অনুযায়ী জন্মদিন ৯ আগস্ট ১৯৪৫, বিবাহ সনদ ৫ সেপ্টেম্বর ১৮৪৫, পাসপোর্ট সনদ ১৯ আগস্ট ১৯৪৫, আবার দাবি করেন ১৫ আগস্ট ১৯৪৫ তাঁর জন্মদিন উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে বেগম জিয়াই উন্মোচন করেছেন। করোনা পরীক্ষার জন্য দেওয়া তথ্যে জানা গেল খালেদা জিয়ার জন্মদিন ৮ মে,১৯৪৬।
দেশকে নেতা ও মেধাশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁরা শান্তির বাংলাদেশ চায় না। তাঁরা অস্থিতিশীল বাংলাদেশ যায়। প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্প নিয়ে তাঁরা মিথ্যাচার করে।
তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বিশ্বব্যাংক তাঁদের ভুল স্বীকার করেছে তবুও শেখ হাসিনার নেতৃত্বে মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। পরাজিত ও প্রতিক্রিয়াশীল চক্রের বলতে চাই, বঙ্গবন্ধু একজন নিরপেক্ষ রাজনীতিবিদ থাকার কারণে এত সংঘাত এরপরেও আপনারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন, ইমার্সিভ চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক এমএ আজিজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
১৪ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
১৪ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১৪ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১৪ ঘণ্টা আগে