মঞ্জুর রহমান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের তিন সন্তান রেহেনা বেগম, জাহানারা বেগম ও শাহনাজ পারভীন। সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের সন্তান মমতাজ বেগম। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মমতাজের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন বোন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলুর অনুসারীরা। এই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা দিয়ে তাঁকে সমর্থন জানান মমতাজের তিন বোন।
মমতাজ বেগমের নিজ এলাকা জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেনও স্বতন্ত্র প্রার্থীর প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। ওই উঠান বৈঠকেও ইউপি চেয়ারম্যান শাহাদৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।
পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ মমতাজের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মমতাজের বোন শাহনাজ বেগম স্থানীয় জয়মণ্ডপ ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যায় মমতাজ বেগমকে তাঁরা পাশে পাননি। উল্টো জমিজমা ও সম্পত্তি বণ্টনে বৈষম্য করেছেন মমতাজ। সেই ক্ষোভেই বোনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মমতাজ বেগমের আপন কোনো বোন নেই। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদেরও আত্মীয়–স্বজনেরা মমতাজ বেগমের নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো ঘটনা না।’

মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত মধু বয়াতির প্রথম স্ত্রী মনোয়ারা বেগমের তিন সন্তান রেহেনা বেগম, জাহানারা বেগম ও শাহনাজ পারভীন। সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মধু বয়াতির দ্বিতীয় স্ত্রী উজালা বেগমের সন্তান মমতাজ বেগম। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মমতাজের সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। এ কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন বোন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ টুলুর অনুসারীরা। এই বৈঠকে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা দিয়ে তাঁকে সমর্থন জানান মমতাজের তিন বোন।
মমতাজ বেগমের নিজ এলাকা জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদৎ হোসেনও স্বতন্ত্র প্রার্থীর প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। ওই উঠান বৈঠকেও ইউপি চেয়ারম্যান শাহাদৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।
পূর্ব ভাকুম গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদ মমতাজের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মমতাজের বোন শাহনাজ বেগম স্থানীয় জয়মণ্ডপ ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিভিন্ন সমস্যায় মমতাজ বেগমকে তাঁরা পাশে পাননি। উল্টো জমিজমা ও সম্পত্তি বণ্টনে বৈষম্য করেছেন মমতাজ। সেই ক্ষোভেই বোনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে মমতাজ বেগমের ঘনিষ্ঠ অনুসারী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মমতাজ বেগমের আপন কোনো বোন নেই। স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদেরও আত্মীয়–স্বজনেরা মমতাজ বেগমের নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিচ্ছেন। এটা কোনো ঘটনা না।’

মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
৩ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
৪ ঘণ্টা আগে