নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে আজ সোমবার খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনজন ভোটারকে খুলনা থেকে ঢাকায় ইসির সামনে উপস্থিত করেন। ইসিতে উপস্থিত করা তিনজন ভোটারের মধ্যে রয়েছেন ৭২ বয়সী রেখা বেগম, ৬৮ বছর বয়সী শোভা রাণী মজুমদার ও ২৩ বছর বয়সী আফিজুল ইসলাম।
বাছাইয়ের সময় এ তিন ভোটার নিয়ে গরমিল থাকায় বাছাইয়ে রিটার্নিং অফিসার খুলনা-৪ আসনের প্রার্থী রেজভী আলমের প্রার্থিতা বাতিল করেন।
সোমবার নিখোঁজ বৃদ্ধা রেখাকে নির্বাচন ভবনের আপিল শুনানিতে উপস্থিত করিয়ে এবং ‘ভয়ে অস্বীকার’ করা শোভা ও আফিজুলকে আপিলে স্বীকার করিয়ে প্রার্থিতা ফিরে পান এ স্বতন্ত্র প্রার্থী।
মোট ৩ হাজার ৫৫২ জনের সমর্থন দেখাতে হয়েছে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম সাংবাদিকদের বলেন বলেন, রিটার্নিং অফিসার বাছাইয়ে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করেন। এর মধ্যে যোগাযোগ করে ও এলাকায় গিয়ে ৭ জনের সত্যতা পেয়েছিল। কিন্তু তিন জনের বিষয়ে আপত্তি থাকায় আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রেজভী আলম দাবি করেন, ৭২ বয়সী ভোটারকে নিজ বাসস্থানে পাওয়া যায়নি। কিন্তু বাকি দুজন ভয়ে অস্বীকার করেছেন।
বাছাইয়ের সময় তিনজন ভোটারের ঝামেলার বিষয়ে রেজভী আলম বলেন, ‘রেখা বেগম এতই বয়স্ক যে ভালো মতো হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না। যেদিন তাকে রিটার্নিং অফিসের লোকজন খুঁজতে গিয়েছিলেন তখন রেখা বেগম অন্যত্র ছিলেন। আর বাকি দুজনের একজন শোভা রাণী স্বাক্ষর না করে টিপসই দিয়েছিলেন, আফিজুল ভয় পেয়েছিলেন। দুজন আমার তালিকায় স্বাক্ষরের বিষয়ে অস্বীকার করায় এ ঘটনা ঘটে। কিন্তু তিনজনই আজ আপিলে উপস্থিত থাকায় কমিশন সন্তুষ্ট হয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আমিও স্বস্তি পেলাম।’
তিনজনকে ঢাকায় আনার বিষয়ে কিভাবে রাজি করালেন? জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা আমার এলাকার ভোটার, আমাকে পছন্দ করেন। এরা প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে আনা হয়েছে।
রেজভী আলম বলেন, ‘উনাদের আনতে তো ঝামেলা হয়। সৌজন্যতাবোধ থেকে অনেক কিছু করতে হয়। সুতরাং, বুঝতে পারছেন, কষ্ট হলেও প্রার্থিতা ফেরত পেতে এ ছাড়া বিকল্প ছিল না।’
তবে সমর্থন দেওয়া তিন ভোটাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘ভিন্ন’ তথ্য দিয়েছেন। তাঁদের বোঝানো হয়েছে, মৃত ভোটার দেখানোয় বিপত্তি ঘটেছে, আবার ঢাকায় না গেলে নানা ধরনের ঝামেলা হতে পারে।
কেন এসেছেন প্রশ্নের জবাবে অস্ফুট স্বরে রেখা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি তো মৃত হলে কিছু (ভাতা সুবিধা) পাব না। আমি গরিব মানুষ; এ জন্য এসেছি। আমি জীবিত...আমি সাক্ষী দিছি। এখন ফিরে পাইছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ৫৬১ জন। আপিল শুনানিতে রোববার ৫৬ জন ও সোমবার ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে।

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে আজ সোমবার খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনজন ভোটারকে খুলনা থেকে ঢাকায় ইসির সামনে উপস্থিত করেন। ইসিতে উপস্থিত করা তিনজন ভোটারের মধ্যে রয়েছেন ৭২ বয়সী রেখা বেগম, ৬৮ বছর বয়সী শোভা রাণী মজুমদার ও ২৩ বছর বয়সী আফিজুল ইসলাম।
বাছাইয়ের সময় এ তিন ভোটার নিয়ে গরমিল থাকায় বাছাইয়ে রিটার্নিং অফিসার খুলনা-৪ আসনের প্রার্থী রেজভী আলমের প্রার্থিতা বাতিল করেন।
সোমবার নিখোঁজ বৃদ্ধা রেখাকে নির্বাচন ভবনের আপিল শুনানিতে উপস্থিত করিয়ে এবং ‘ভয়ে অস্বীকার’ করা শোভা ও আফিজুলকে আপিলে স্বীকার করিয়ে প্রার্থিতা ফিরে পান এ স্বতন্ত্র প্রার্থী।
মোট ৩ হাজার ৫৫২ জনের সমর্থন দেখাতে হয়েছে জানিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম সাংবাদিকদের বলেন বলেন, রিটার্নিং অফিসার বাছাইয়ে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করেন। এর মধ্যে যোগাযোগ করে ও এলাকায় গিয়ে ৭ জনের সত্যতা পেয়েছিল। কিন্তু তিন জনের বিষয়ে আপত্তি থাকায় আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
রেজভী আলম দাবি করেন, ৭২ বয়সী ভোটারকে নিজ বাসস্থানে পাওয়া যায়নি। কিন্তু বাকি দুজন ভয়ে অস্বীকার করেছেন।
বাছাইয়ের সময় তিনজন ভোটারের ঝামেলার বিষয়ে রেজভী আলম বলেন, ‘রেখা বেগম এতই বয়স্ক যে ভালো মতো হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না। যেদিন তাকে রিটার্নিং অফিসের লোকজন খুঁজতে গিয়েছিলেন তখন রেখা বেগম অন্যত্র ছিলেন। আর বাকি দুজনের একজন শোভা রাণী স্বাক্ষর না করে টিপসই দিয়েছিলেন, আফিজুল ভয় পেয়েছিলেন। দুজন আমার তালিকায় স্বাক্ষরের বিষয়ে অস্বীকার করায় এ ঘটনা ঘটে। কিন্তু তিনজনই আজ আপিলে উপস্থিত থাকায় কমিশন সন্তুষ্ট হয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আমিও স্বস্তি পেলাম।’
তিনজনকে ঢাকায় আনার বিষয়ে কিভাবে রাজি করালেন? জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা আমার এলাকার ভোটার, আমাকে পছন্দ করেন। এরা প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে আনা হয়েছে।
রেজভী আলম বলেন, ‘উনাদের আনতে তো ঝামেলা হয়। সৌজন্যতাবোধ থেকে অনেক কিছু করতে হয়। সুতরাং, বুঝতে পারছেন, কষ্ট হলেও প্রার্থিতা ফেরত পেতে এ ছাড়া বিকল্প ছিল না।’
তবে সমর্থন দেওয়া তিন ভোটাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘ভিন্ন’ তথ্য দিয়েছেন। তাঁদের বোঝানো হয়েছে, মৃত ভোটার দেখানোয় বিপত্তি ঘটেছে, আবার ঢাকায় না গেলে নানা ধরনের ঝামেলা হতে পারে।
কেন এসেছেন প্রশ্নের জবাবে অস্ফুট স্বরে রেখা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি তো মৃত হলে কিছু (ভাতা সুবিধা) পাব না। আমি গরিব মানুষ; এ জন্য এসেছি। আমি জীবিত...আমি সাক্ষী দিছি। এখন ফিরে পাইছে।’
দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে বাদ পড়ে ৭৩১ জন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ৫৬১ জন। আপিল শুনানিতে রোববার ৫৬ জন ও সোমবার ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৩ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৩ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৪ ঘণ্টা আগে