আমানুর রহমান রনি, ফরিদপুর থেকে

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদকে (এ কে আজাদ) পৌরসভার বায়তুল আমান একাডেমিক কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বেলা ২টার দিকে ফরিদপুর পৌরসভার বায়তুল আমান একাডেমি ভোটকেন্দ্র এলাকায় এ কে আজাদকে নৌকা সমর্থক ও কর্মীরা ঘেরাও করে। তাঁকে সেখানে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তিনি ওই কেন্দ্রে প্রবেশ করেন এবং এজেন্টদের বসার ব্যবস্থা করেন।
এ কে আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের সমর্থকদের বাধা দেওয়ার খবর পাচ্ছি। এখানে আমাকে নিজেকেই প্রবেশে বাধা দেওয়া হয়, আমাকে ঘেরাও করা হয়। কিছু লোক আমার ওপর হামলার চেষ্টা করে। তবে পুলিশের সহায়তায় সেখান থেকে আমি রক্ষা পেয়েছি।’
এদিকে ফরিদপুরের হালিমা গার্লস স্কুলে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়াসহ পাঁচজন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি এলাকার ২৪ নং পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মী-সমর্থকদের মারধর করে বের করে দেওয়া হয়।
মারধরের শিকার এ কে আজাদের কর্মী অজিত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাইরে চেয়ার-টেবিল পেতে ভোটারদের ভোটার নম্বর দেওয়ার জন্য বসেছিলাম। তখন নৌকার সমর্থকেরা আমাদের ওপর হামলা করে। আমাদের ধাওয়া করে ধানখেতে ফেলে মারধর করে।’
এসব অভিযোগের বিষয় ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জায়গায় অভিযোগ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।’

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদকে (এ কে আজাদ) পৌরসভার বায়তুল আমান একাডেমিক কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নৌকার সমর্থকেরা বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বেলা ২টার দিকে ফরিদপুর পৌরসভার বায়তুল আমান একাডেমি ভোটকেন্দ্র এলাকায় এ কে আজাদকে নৌকা সমর্থক ও কর্মীরা ঘেরাও করে। তাঁকে সেখানে প্রবেশে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তিনি ওই কেন্দ্রে প্রবেশ করেন এবং এজেন্টদের বসার ব্যবস্থা করেন।
এ কে আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের সমর্থকদের বাধা দেওয়ার খবর পাচ্ছি। এখানে আমাকে নিজেকেই প্রবেশে বাধা দেওয়া হয়, আমাকে ঘেরাও করা হয়। কিছু লোক আমার ওপর হামলার চেষ্টা করে। তবে পুলিশের সহায়তায় সেখান থেকে আমি রক্ষা পেয়েছি।’
এদিকে ফরিদপুরের হালিমা গার্লস স্কুলে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় বাধা দিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়াসহ পাঁচজন। বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি এলাকার ২৪ নং পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের কর্মী-সমর্থকদের মারধর করে বের করে দেওয়া হয়।
মারধরের শিকার এ কে আজাদের কর্মী অজিত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাইরে চেয়ার-টেবিল পেতে ভোটারদের ভোটার নম্বর দেওয়ার জন্য বসেছিলাম। তখন নৌকার সমর্থকেরা আমাদের ওপর হামলা করে। আমাদের ধাওয়া করে ধানখেতে ফেলে মারধর করে।’
এসব অভিযোগের বিষয় ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব জায়গায় অভিযোগ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক।’

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৬ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৬ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৬ ঘণ্টা আগে