আজকের পত্রিকা ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের অর্থ পাচার নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাচারকৃত এই বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারকে উদ্যোগী হতে পরামর্শ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ দেশের অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য এবং কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দলের নীতিনির্ধারকেরা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার প্রবেশ করছে।
বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এ নিয়ে সহিংসতায় এক আইনজীবী নিহত হওয়া, আগরতলায় সহকারী হাইকমিশন এবং কলকাতায় উপহাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে আলোচনা হয়। নেতারা মনে করেন, এসব ঘটনায় পতিত আওয়ামী লীগের ইন্ধন রয়েছে।
এ ছাড়া বৈঠকে বলা হয়, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড এবং ভারত সরকারের বক্তব্য একসূত্রে গাঁথা, যা পরিকল্পিত। ভারতের এসব কর্মকাণ্ড উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে।
ভারতের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতারা দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। নেতারা বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল উদ্দেশ্যমূলক এবং শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছিল।
বৈঠকে বিজয় দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় দেশীয় শিল্পীদের নিয়ে একটি বড় কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ বিজয় দিবসের অনুষ্ঠানকে নতুনত্ব এবং জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করার জন্য গ্রহণ করা হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের অর্থ পাচার নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাচারকৃত এই বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারকে উদ্যোগী হতে পরামর্শ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ দেশের অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য এবং কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দলের নীতিনির্ধারকেরা বলেন, ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার প্রবেশ করছে।
বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এ নিয়ে সহিংসতায় এক আইনজীবী নিহত হওয়া, আগরতলায় সহকারী হাইকমিশন এবং কলকাতায় উপহাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে আলোচনা হয়। নেতারা মনে করেন, এসব ঘটনায় পতিত আওয়ামী লীগের ইন্ধন রয়েছে।
এ ছাড়া বৈঠকে বলা হয়, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড এবং ভারত সরকারের বক্তব্য একসূত্রে গাঁথা, যা পরিকল্পিত। ভারতের এসব কর্মকাণ্ড উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে।
ভারতের ভূমিকা নিয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতারা দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
বৈঠকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়। নেতারা বলেন, এই রায়ে প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল উদ্দেশ্যমূলক এবং শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছিল।
বৈঠকে বিজয় দিবস উপলক্ষে বিএনপি ঢাকায় দেশীয় শিল্পীদের নিয়ে একটি বড় কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। এই উদ্যোগ বিজয় দিবসের অনুষ্ঠানকে নতুনত্ব এবং জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করার জন্য গ্রহণ করা হয়েছে।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৪ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৫ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৫ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৫ ঘণ্টা আগে