নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে ছোট করতে একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ওই যে দেখছেন না গান-বাজনার অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়! সবাই কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কীভাবে বিএনপিকে খাটো করা যায়।
আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে হোটেল ফারসে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোটের এই ইফতারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি কিছু ঘটনার ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘গত কয়েক দিনে দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচণ্ড রকমের আলোড়ন। এটা ছোটখাটো বিষয় নয়। আমাদের ছাত্র ভাইদের কে কে ডেকে নিয়ে গেছিল, কি করেছে না করেছে ইত্যাদি, ইত্যাদি।’
এর সূত্র ধরে বিএনপির এ নেতা বলেন, ‘অবস্থাটা এ রকম—নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। এমন একটা ধারণা সবার ভেতর এসে গেছে।’
এ অবস্থায় বিএনপিকে কেউ কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। আমরা বুঝি না কেন এটা করে।’
তবে এই চেষ্টা সফল হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যত চেষ্টাই করেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের (বিএনপি) ঠেলে দেওয়ার সুযোগ নাই। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এ দেশে আইন আছে। সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিকভাবে বিচার হতে পারে, জামায়াতে ইসলামীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’
দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা ব্যক্তিগতভাবে চুরি-ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশের সবকিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই।’
মির্জা আব্বাস বলেন, ‘বিদেশে কিছু লোক আছে, ওই লোকগুলো বাংলাদেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না। কারণ তারা কারও না কারও এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

বিএনপিকে ছোট করতে একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, ওই যে দেখছেন না গান-বাজনার অনুষ্ঠানে একসঙ্গে সুর করে কাওয়ালি গায়! সবাই কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, কীভাবে বিএনপিকে খাটো করা যায়।
আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে হোটেল ফারসে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোটের এই ইফতারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি কিছু ঘটনার ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘গত কয়েক দিনে দেশে একটা আলোড়ন হচ্ছে, প্রচণ্ড রকমের আলোড়ন। এটা ছোটখাটো বিষয় নয়। আমাদের ছাত্র ভাইদের কে কে ডেকে নিয়ে গেছিল, কি করেছে না করেছে ইত্যাদি, ইত্যাদি।’
এর সূত্র ধরে বিএনপির এ নেতা বলেন, ‘অবস্থাটা এ রকম—নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে। এমন একটা ধারণা সবার ভেতর এসে গেছে।’
এ অবস্থায় বিএনপিকে কেউ কেউ এমন একটা শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘যে শিবিরটা অনেকটা আওয়ামী লীগের মতো। আমরা বুঝি না কেন এটা করে।’
তবে এই চেষ্টা সফল হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যত চেষ্টাই করেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের (বিএনপি) ঠেলে দেওয়ার সুযোগ নাই। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এ দেশে আইন আছে। সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিকভাবে বিচার হতে পারে, জামায়াতে ইসলামীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল।’
দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা ব্যক্তিগতভাবে চুরি-ডাকাতি করেছে, অন্যায় করেছে, লুট করেছে, এই দেশের সবকিছু শেষ করে দিয়েছে, তাদের বিচার হবে। বিএনপি তো কখনো না করে নাই।’
মির্জা আব্বাস বলেন, ‘বিদেশে কিছু লোক আছে, ওই লোকগুলো বাংলাদেশকে কখনো শান্তিতে থাকতে দেবে না। কারণ তারা কারও না কারও এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
৫ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৬ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৬ ঘণ্টা আগে