নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

সরকারের প্রস্তাবিত বাজেট ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। আজ শনিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনের কার্যালয়ে জাপার প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রস্তাবিত বাজেট শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দেশের সত্যিকারের অর্থনৈতিক চিত্রকে ঢাকার প্রবণতা রয়েছে এবারের বাজেটে।’ এ সময় তিনি খেলাপি ঋণ, অর্থ পাচার, মূল্যস্ফীতি, শেয়ার বাজার এবং সিন্ডিকেট নিয়ে শঙ্কার কথা জানান।
কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘ঋণের চাপে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর সরকার অনুৎপাদন খাতের জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে। সে কারণে আগামীতে মারাত্মক হুমকির মুখে পড়বে আর্থিক প্রতিষ্ঠানসমূহ।’
প্রেসিডিয়াম সভা শুরুর আগে বাজেট প্রতিক্রিয়ায় দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, ‘কোনো সরকার দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী কোনো বাজেট প্রণয়ন করে না। বাজেট প্রণয়ন নয়, প্রণীত বাজেট বাস্তবায়নে সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারে, তাই এখন দেখার বিষয়। আপাতত দৃষ্টিতে বাজেট ইতিবাচক হলেও, আরও পর্যবেক্ষণ করতে হবে।’
সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই কঠিন কাজ উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘বাজেট প্রণয়নে সরকারের আন্তরিকতার পরিচয় দেখা গেছে। দেশ ও জনস্বার্থের কথা চিন্তা করে বাজেট বাস্তবায়নে দলীয় পরামর্শ সরকারের কাছে তুলে ধরা হবে।’
তিনি বলেন, বাজেট পাশের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বেকার সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার আরও কঠোর হতে হবে।
পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, প্রেসিডিয়াম সদস্য রফিকুল হক হাফিজ, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
২ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৩ ঘণ্টা আগে
মা খালেদা জিয়ার প্রতি দেশবাসীর গভীর মমত্ববোধ আপ্লুত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই অনুভূতির কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক...
৩ ঘণ্টা আগে
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।
৪ ঘণ্টা আগে