
বিদায়ী প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ কী কথা শুনি আজি মন্থরার মুখে!’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। একটি দেশের জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সেই জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয়, তাহলে রাষ্ট্র ও নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।’
হাসান ফয়েজ সিদ্দিকীর এই বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘এর অর্থ হলো—উনি (প্রধান বিচারপতি) স্বীকার করে নিলেন বাংলাদেশের বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজকর্ম চালাচ্ছে। ওনার কথা থেকে তো তা-ই মনে হলো। এই বার্তা বিচার বিভাগের জন্য বার্তা, জনগণের প্রতি বার্তা, বিশ্ববাসীর প্রতি বার্তা। অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়।’
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বিচারপতির বিদায়ী ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারের নামে অবিচার করবেন। আর চেয়ার থেকে নামার সময় কথা বলবেন। চেয়ার রক্ষার জন্য শেখ হাসিনা যা বলবেন, তা-ই করবেন—এটার নাম বিচার বিভাগ না।’
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘ঐতিহাসিক প্রয়োজনে জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি কোনো দিন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বিএনপি।’

নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে দুঃশাসন-দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরুর সমাবেশে এ প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।
৪ ঘণ্টা আগে
দুই জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৪ ঘণ্টা আগে
দেশ বাঁচাতে ও জনগণের ভাগ্য বদলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৮ ঘণ্টা আগে