নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক হবে না, ইভিএম হবে। ইভিএমে জোর করে কেন্দ্র দখল করতে পারবে না বলেই বিএনপি ইভিএমকে ভয় পায়।
আজ মঙ্গলবার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়কের উদ্ভট চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। তত্ত্বাবধায়ক হবে না, ইভিএম হবে। ইভিএম ভোট ডাকাতির জন্য নয়, ভোট ডাকাতি ঠেকানোর জন্য ইভিএম।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বারবার জালিয়াতি করে নির্বাচনে জিতেছে। এ জন্যই তারা ইভিএমকে ভয় পায়। বিএনপি ভয় পায়, কারণ ইভিএম হলে জোর করে ভোট ডাকাতি করতে পারবে না। জোর করে কেন্দ্র দখল করতে পারবে না। এ জন্যই ইভিএমকে তারা ভয় পায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের শক্তির পক্ষেই থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ কার সঙ্গে আছে, আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। আগামী নির্বাচনে এই দেশ কার হাতে থাকবে, এই দেশ পাকিস্তানপন্থীদের হাতে থাকবে, না দুর্নীতিবাজদের হাতে থাকবে, না মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, নাকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে থাকবে, আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে সেটা প্রমাণ করবে।
বিএনপি মহাসচিবকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে চাইলে এর পরিমাণ শুভ হবে না। জনগণ সমুচিত জবাব দেবে। মানুষ সন্ত্রাস চায় না, অগ্নি সন্ত্রাস চায় না। মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। আওয়ামী লীগ জনগণকে স্বস্তি ও শান্তি দিতে চায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সোমবার হাজারীবাগে লাঠির সঙ্গে পতাকা বেঁধে বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে মারপিট করে গতকাল ছবি পত্রিকায় আসছে। লাঠি হাতে তারা জাতীয় পতাকার অবমাননা করে।
কাদের বলেন, এরা এই দেশকে ভালোবাসে? তারা কাকে ভালোবাসে? সেতো ফখরুল সাহেবই বলেছেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম।

বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক হবে না, ইভিএম হবে। ইভিএমে জোর করে কেন্দ্র দখল করতে পারবে না বলেই বিএনপি ইভিএমকে ভয় পায়।
আজ মঙ্গলবার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়কের উদ্ভট চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। তত্ত্বাবধায়ক হবে না, ইভিএম হবে। ইভিএম ভোট ডাকাতির জন্য নয়, ভোট ডাকাতি ঠেকানোর জন্য ইভিএম।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বারবার জালিয়াতি করে নির্বাচনে জিতেছে। এ জন্যই তারা ইভিএমকে ভয় পায়। বিএনপি ভয় পায়, কারণ ইভিএম হলে জোর করে ভোট ডাকাতি করতে পারবে না। জোর করে কেন্দ্র দখল করতে পারবে না। এ জন্যই ইভিএমকে তারা ভয় পায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের শক্তির পক্ষেই থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ কার সঙ্গে আছে, আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। আগামী নির্বাচনে এই দেশ কার হাতে থাকবে, এই দেশ পাকিস্তানপন্থীদের হাতে থাকবে, না দুর্নীতিবাজদের হাতে থাকবে, না মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, নাকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে থাকবে, আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে সেটা প্রমাণ করবে।
বিএনপি মহাসচিবকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে চাইলে এর পরিমাণ শুভ হবে না। জনগণ সমুচিত জবাব দেবে। মানুষ সন্ত্রাস চায় না, অগ্নি সন্ত্রাস চায় না। মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। আওয়ামী লীগ জনগণকে স্বস্তি ও শান্তি দিতে চায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত সোমবার হাজারীবাগে লাঠির সঙ্গে পতাকা বেঁধে বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে মারপিট করে গতকাল ছবি পত্রিকায় আসছে। লাঠি হাতে তারা জাতীয় পতাকার অবমাননা করে।
কাদের বলেন, এরা এই দেশকে ভালোবাসে? তারা কাকে ভালোবাসে? সেতো ফখরুল সাহেবই বলেছেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম।

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
২৫ মিনিট আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে