আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটি ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি, ঢাকা পলিটেকনিক, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে শামীম মাহমুদকে সভাপতি ও আব্দুর রহিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পূর্বে সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার। এখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন খানকে সভাপতি ও মো. আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব সামসুল আরেফিন। এ ছাড়াও ১৮ জন যুগ্ম-আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাত হোসেন। এখানে ১৯ জনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিতুমীর কলেজে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্যের দায়িত্ব পালন করবেন। ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছেন।
৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন। অন্যদিকে মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল রেজাকে সদস্যসচিব করে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি দিয়েছে ছাত্রদল। এতে মো. সাব্বির আহমেদকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটি ভেরিফায়েড পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি, ঢাকা পলিটেকনিক, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও তেজগাঁও কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সালাউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে শামীম মাহমুদকে সভাপতি ও আব্দুর রহিম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পূর্বে সভাপতি হয়েছেন মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হান্নান মজুমদার। এখানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন খানকে সভাপতি ও মো. আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব সামসুল আরেফিন। এ ছাড়াও ১৮ জন যুগ্ম-আহ্বায়ক ও ৭ জনকে সদস্য করা হয়েছে। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন পিয়াল হাসান ও সদস্যসচিব মো. মিল্লাত হোসেন। এখানে ১৯ জনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিতুমীর কলেজে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্যসচিব করে শাখা ছাত্রদলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১২ জন সদস্যের দায়িত্ব পালন করবেন। ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসান সদস্যসচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য রয়েছেন।
৩২ সদস্য বিশিষ্ট তেজগাঁও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন তরুণ মোর্শেদ ও সদস্যসচিব হয়েছে মো: সেলিম হোসেন। অন্যদিকে মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল রেজাকে সদস্যসচিব করে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২ সদস্যের কমিটি দিয়েছে ছাত্রদল। এতে মো. সাব্বির আহমেদকে সভাপতি ও মো. হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

একটি বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’
১ ঘণ্টা আগে
উসকানিমূলক বক্তব্য দিয়ে কিছু প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, কিছু কিছু প্রার্থীর কথাবার্তা ও কাজকর্ম উসকানিমূলক। তাঁরা বিধিমালা লঙ্ঘন করে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন।
১ ঘণ্টা আগে
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
১০ ঘণ্টা আগে