
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চার দিনের সফরে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধিদল। সফরের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন তাঁরা।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, গ্রামের নেতারা ও স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গ্রামের অর্থনীতি, পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পণ্য বাজারজাত করার বিষয়ে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশ্নের উত্তর দেন। প্রতিনিধিদল পরে গ্রামের একটি বাড়ির অভ্যন্তর পরিদর্শন করে। এ সময় গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তাঁরা।
এর আগে বুধবার চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য, উচ্চশিক্ষা, হাই-টেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন ইয়েডি।

দ্বিপক্ষীয় আলোচনা শেষে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এর আগের দিন মঙ্গলবার বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।
২৩ জুন থেকে চীন সফরে আছে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যাঁরা সাধারণ মানুষের সেবা করবেন, তাঁদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। গত ৩৮ বছর যাবৎ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি।’
৩৮ মিনিট আগে
‘স্বৈরশাসকের বিরুদ্ধে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈরশাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে আসতে চান, তাদের আমাদের পক্ষ থেকে জনগণ লাল কার্ড দেখাবে।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের ঢাকা-১৫ এর নির্বাচনী সমাবেশে জামায়াতে
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচার জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রথম দিনেই এই জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রমের সূত্রপাত করছে জামায়াত।
৩ ঘণ্টা আগে
কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’
৪ ঘণ্টা আগে