Ajker Patrika

চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখলেন মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখলেন মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা
চীনে স্মার্ট গ্রাম পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চার দিনের সফরে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৯ সদস্যের প্রতিনিধিদল। সফরের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছেন তাঁরা।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, গ্রামের নেতারা ও স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গ্রামের অর্থনীতি, পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পণ্য বাজারজাত করার বিষয়ে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশ্নের উত্তর দেন। প্রতিনিধিদল পরে গ্রামের একটি বাড়ির অভ্যন্তর পরিদর্শন করে। এ সময় গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তাঁরা।

এর আগে বুধবার চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডির সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য, উচ্চশিক্ষা, হাই-টেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন ইয়েডি।

চীনে স্মার্ট গ্রাম পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
চীনে স্মার্ট গ্রাম পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় আলোচনা শেষে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এর আগের দিন মঙ্গলবার বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও।

২৩ জুন থেকে চীন সফরে আছে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত