নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যাতে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে কি না—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘না, কারও দায়মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে সাংবিধানিক বৈধতা আছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৬ অনুসারে এটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন (অনুমোদন) লাগবে। এটাও আপনারা মাথায় রাখবেন। অনুমোদন লাগলে এর বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও বিবেচনা করা হবে। সুতরাং, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি, সে রকম কার্যক্রম আপনারা নেবেন।’
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকর ভূমিকা রাখেনি। সরকার দীর্ঘ ১০ মাস সময় পেয়েছে। বাজেটে নীতিনির্ধারণী সিদ্ধান্ত রাজনৈতিক দলের দিক থেকে না গিয়ে আমলাতান্ত্রিক দিক থেকে গেছে, যা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না।
ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী সরকার মেগা প্রকল্পের নামে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। রাজনৈতিক ব্যক্তিরা যে ব্যাংক লুটপাট করেছে, তা দিয়ে ২৪টি পদ্মা সেতু করা যেত। এটি আওয়ামী লীগের ১৫ বছরের একটি দুর্নীতির সংক্ষিপ্ত ইতিহাসমাত্র। ব্রিটিশরা এই ভূখণ্ড থেকে ২০০ বছরে যে পরিমাণ লুটপাট করেছে, তারচেয়ে বহুগুণ লুটপাট করেছেন শেখ হাসিনা।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বাজেট সংশোধন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত ১০ মাসে এই সরকার বিচার ও সংস্কার কিছুই করতে পারেনি। বাকি পাঁচ-ছয় মাসে পারবেন?’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যাতে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
সরকারের দায়মুক্তির বিষয়ে লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে কি না—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘না, কারও দায়মুক্তির বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, সেখানে সাংবিধানিক বৈধতা আছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৬ অনুসারে এটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন (অনুমোদন) লাগবে। এটাও আপনারা মাথায় রাখবেন। অনুমোদন লাগলে এর বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও বিবেচনা করা হবে। সুতরাং, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি, সে রকম কার্যক্রম আপনারা নেবেন।’
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকর ভূমিকা রাখেনি। সরকার দীর্ঘ ১০ মাস সময় পেয়েছে। বাজেটে নীতিনির্ধারণী সিদ্ধান্ত রাজনৈতিক দলের দিক থেকে না গিয়ে আমলাতান্ত্রিক দিক থেকে গেছে, যা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না।
ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী সরকার মেগা প্রকল্পের নামে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। রাজনৈতিক ব্যক্তিরা যে ব্যাংক লুটপাট করেছে, তা দিয়ে ২৪টি পদ্মা সেতু করা যেত। এটি আওয়ামী লীগের ১৫ বছরের একটি দুর্নীতির সংক্ষিপ্ত ইতিহাসমাত্র। ব্রিটিশরা এই ভূখণ্ড থেকে ২০০ বছরে যে পরিমাণ লুটপাট করেছে, তারচেয়ে বহুগুণ লুটপাট করেছেন শেখ হাসিনা।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বাজেট সংশোধন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত ১০ মাসে এই সরকার বিচার ও সংস্কার কিছুই করতে পারেনি। বাকি পাঁচ-ছয় মাসে পারবেন?’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ।

‘তরুণদের নতুন রাজনৈতিক দল’ হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটসঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভেতরেই আলাপ...
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত মায়ের জন্য দোয়া করেছেন।
৯ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে তাঁর পরিবারের সদস্যরা আসেন।
১০ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ দিন আগে