Ajker Patrika

খালেদা জিয়ার বিষয়ে অস্থির হওয়ার কিছু নেই: আইনমন্ত্রী 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৬
খালেদা জিয়ার বিষয়ে অস্থির হওয়ার কিছু নেই: আইনমন্ত্রী 

খালেদা জিয়ার ইস্যু নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপির ১৫ জন আইনজীবী তাঁর সঙ্গে দেখা করেছেন উল্লেখ আইনমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আমার যে ব্যাখ্যা দেব, সেটি আপনারা শিগগিরই জানতে পারবেন। এটি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।’ 

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

দেশে আইনের শাসন আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই সরকার ১৯৯৬ সালে ইনডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর থেকে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনো সরকার নেয়নি। তিনি বলেন, ‘কক্সবাজারের ঘটনাটি শুনেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ। এ ছাড়া সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন এবং আহ্বায়ক হিসেবে মোল্লা মোহাম্মদ আবু কাউসার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত