নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৫ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৬ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৬ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৬ ঘণ্টা আগে