নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার, বিএনপি তা-ই করবে। আজ রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা...
১০ ঘণ্টা আগে
‘যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন বা এজেন্সির খেলা’—এ মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের। আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায়...
১০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
১১ ঘণ্টা আগে
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। আজ রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
১৪ ঘণ্টা আগে