নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে কি না তা নিয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বৈঠকসংশ্লিষ্ট সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আজ সোমবার বিকেল সোয়া ৪টার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির রাজধানীর গুলশানের বাসভবনে যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. জমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।
এক ঘণ্টা বেশি সময় দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপকমিটির সদস্য তারিক হাসান ও ইমরানুল হাই শফি ছিলেন।
বৈঠক শেষে দলের সূত্র জানায়, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ইইউ রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলেন। আওয়ামী লীগ থেকে ইইউকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়।
এই বৈঠককে ‘সৌজন্যমূলক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক সিরিয়াস কিছু না। ওদের সঙ্গে আমাদের প্রধান বৈঠকটা আগামী ১৫ জুলাই দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে হবে। সেই দিন আপনাদের পুরো ব্যাপারটা জানানো হবে।
সব দল নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন, ‘এটা আমাদের এজেন্ডায় ছিল না। কোন দল আসবে না আসবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো নিয়ে তাদের আলোচনা করা আমার জায়গা থেকে শোভন মনে করি না। এগুলো নিয়ে আলোচনা হয় নাই।’
ইইউ প্রতিনিধি আপনাদের কোন প্রস্তাব দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাম্মী বলেন, তারা কোনো প্রস্তাব আমাদেরকে দেয়নি। যেহেতু আমাদের আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারিত আছে। তাই এখানে এ নিয়ে কোন আলোচনা হয়নি।
সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ প্রতিনিধি দল। এ বিষয়ে বৈঠকে আবারও আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানায় সফরকারীরা।

রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১৫ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১৫ ঘণ্টা আগে