নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে ধান্দাবাজ ও প্রতারকেরা নানান সুবিধা আদায়ে সচেষ্ট রয়েছে। তাঁরা নামের আগে ‘লীগ’, ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’র নাম দিয়ে নানান ভুঁইফোড় সংগঠন করে রাজনৈতিক দোকান খুলে অবৈধ সুবিধা নিচ্ছে। তাদের বিষয়ে দলের সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দল ক্ষমতায় থাকার কারণে অনেকে নেতা হতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু তাদের আদর্শ নেই। আওয়ামী লীগ করতে হলে আদর্শ ধারণ করতে হবে। পদ-পদবি না পেয়ে নামের আগে পরে যারা লীগ ও বঙ্গবন্ধু'র নাম দিচ্ছে, এরা আদর্শিক কর্মী হতে পারে না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে সবাই তো পদ ধারী না। আজকে যারা হঠাৎ করে নেতা হতে চায়, তারা ধান্দাবাজ ও প্রতারক। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হানিফ বলেন, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেছি। কিন্তু নৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি। অভিযানের মধ্য দিয়ে সমাজ থেকে এই অনৈতিকতা দূর করতে চাই। অভিযান শুরু হয়েছে, চলতে থাকবে।
সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, যারা আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে কার্ড ছাপিয়ে চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বিতাড়িত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমদেরও ভূমিকা রাখতে হবে। এসব সংগঠন করে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করা যাবে না। নেত্রী বিষয়টি কঠোর হস্তে দমন করছেন।
শেখ কামালের স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, অনেক রাজনীতিবিদের ছেলেদের পদস্খলন হয়। কিন্তু শেখ কামাল-এর মধ্যে আমরা উদ্যম দেখেছি। তিনি বেঁচে থাকলে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা রাখতেন। বঙ্গবন্ধু এবং শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের তালিকায় থাকত।
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে ধান্দাবাজ ও প্রতারকেরা নানান সুবিধা আদায়ে সচেষ্ট রয়েছে। তাঁরা নামের আগে ‘লীগ’, ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’র নাম দিয়ে নানান ভুঁইফোড় সংগঠন করে রাজনৈতিক দোকান খুলে অবৈধ সুবিধা নিচ্ছে। তাদের বিষয়ে দলের সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দল ক্ষমতায় থাকার কারণে অনেকে নেতা হতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু তাদের আদর্শ নেই। আওয়ামী লীগ করতে হলে আদর্শ ধারণ করতে হবে। পদ-পদবি না পেয়ে নামের আগে পরে যারা লীগ ও বঙ্গবন্ধু'র নাম দিচ্ছে, এরা আদর্শিক কর্মী হতে পারে না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে সবাই তো পদ ধারী না। আজকে যারা হঠাৎ করে নেতা হতে চায়, তারা ধান্দাবাজ ও প্রতারক। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হানিফ বলেন, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেছি। কিন্তু নৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি। অভিযানের মধ্য দিয়ে সমাজ থেকে এই অনৈতিকতা দূর করতে চাই। অভিযান শুরু হয়েছে, চলতে থাকবে।
সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, যারা আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে কার্ড ছাপিয়ে চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বিতাড়িত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমদেরও ভূমিকা রাখতে হবে। এসব সংগঠন করে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করা যাবে না। নেত্রী বিষয়টি কঠোর হস্তে দমন করছেন।
শেখ কামালের স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, অনেক রাজনীতিবিদের ছেলেদের পদস্খলন হয়। কিন্তু শেখ কামাল-এর মধ্যে আমরা উদ্যম দেখেছি। তিনি বেঁচে থাকলে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা রাখতেন। বঙ্গবন্ধু এবং শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের তালিকায় থাকত।
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
৬ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
২০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
২১ ঘণ্টা আগে