Ajker Patrika

জুলাই যোদ্ধা মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: তারিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে যুবশক্তি। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে যুবশক্তি। ছবি: আজকের পত্রিকা

তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তি। শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম বলেন, ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে।’ তারিকুল ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালাচ্ছে।

গত সোমবার সকালে নিখোঁজ হন কে এম মামুনুর রশীদ। তাঁর খোঁজে এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতা-কর্মীরা সর্বশক্তি নিয়োগ করে। তারা কয়েকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এ ঘটনার তিন দিন পর শুক্রবার বেলা ২টার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকার একটি জামে মসজিদ থেকে তাঁকে উদ্ধার করে তুরাগ থানা-পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, মামুনুর রশীদের নিখোঁজের সঙ্গে এনসিপি ও জাতীয় যুবশক্তি জড়িত, এমন দাবি করে একটি অসাধু মহল সুপরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায়।

যুবশক্তির আহ্বায়ক অ্যাড. তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি অপতৎপরতাকারীদের খুঁজে বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যারা এনসিপি ও যুবশক্তির মানহানি করেছে, তাদের বিরুদ্ধে কাল শনিবার মামলা করা হবে বলে জানান তারিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত