
কারাবন্দী আলেম-ওলামা ও সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই দাবি জানান সংগঠনটির নেতারা। হেফাজতের দাবির বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মহিউদ্দীন রাব্বানী আজকের পত্রিকাকে জানান, সংগঠনের মহাসচিব সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আলেম-ওলামা ও হেফাজত নেতা কর্মীদের মুক্তির জন্য হেফাজতের পক্ষ থেকে দাবি জানানো হয়। বৈঠকে এরই মধ্যে অনেক আলেম-ওলামা ও কারাবন্দী নেতা-কর্মীর মুক্তির জন্য সরকারকে ধন্যবাদ জানান হেফাজতের নেতারা। একই সঙ্গে অবশিষ্ট সবার মুক্তি ও তাঁদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মন্ত্রী হেফাজত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কারাবন্দী ওলামা ও নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে কারাবন্দীদের সঙ্গে পরিবারের লোকজনের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে হেফাজতের নায়েবে আমীর আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা ইয়াহিয়া, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
২ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৮ ঘণ্টা আগে