নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত আটশো ৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে পাঁচ বিভাগের প্রায় সব জেলার প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে এরই মধ্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে নানান অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের মনোনয়ন পুনর্বিবেচনা করবে দলটি।
শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমনটি আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। তাঁরা বলছেন, ইউপি নির্বাচনে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন এমন প্রার্থীর নামে সত্য ও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং তা প্রমাণিত হলে সে ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে। মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই ভুলও হতে পারে ফলে সংশোধনেরও সুযোগ রাখা আছে। এ জন্য ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রাখা আছে। অভিযোগগুলো মনোনয়ন বোর্ডে উপস্থাপন করা হয়। এরপর যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, চূড়ান্তভাবে মনোনীত কারও বিরুদ্ধে অভিযোগ আসলে এবং তার সত্যতা মিললে মনোনয়ন ফেরত নেওয়া হবে। আমরা করেনাকালে কোনো জনপ্রতিনিধির নাম অনিয়মের অভিযোগ, মাদক ব্যবসা অথবা মাদকাসক্ত এমন অভিযোগকে গুরুত্ব দিচ্ছি। এসব অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাইও চলছে।
নেতারা বলেন, করোনাকালে ত্রাণ বিতরণের সময় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহও করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যাবে, তিনি যতই জনপ্রিয় হোন না কেন মনোনয়ন দেওয়া হবে না। এ ছাড়া একাধিকবার নির্বাচিত হয়েছেন এমন অজনপ্রিয়দের মনোনয়ন না দেওয়ার কথা বলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, করোনাকালসহ বিভিন্ন সময়ে যারা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন এমন বর্তমান কোনো চেয়ারম্যানকেই মনোনয়ন দেওয়া হচ্ছে না। এ ছাড়া একের অধিকবার নির্বাচিত চেয়ারম্যানদেরও মনোনয়ন দিতে চান না দলীয় সভাপতি শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন বর্তমান চেয়ারম্যানরা অজনপ্রিয় হয়ে পড়েন। ফলে তাদের মনোনয়ন দেওয়া হলে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে।’

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত আটশো ৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে পাঁচ বিভাগের প্রায় সব জেলার প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে এরই মধ্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে নানান অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের মনোনয়ন পুনর্বিবেচনা করবে দলটি।
শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমনটি আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। তাঁরা বলছেন, ইউপি নির্বাচনে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন এমন প্রার্থীর নামে সত্য ও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং তা প্রমাণিত হলে সে ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে। মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই ভুলও হতে পারে ফলে সংশোধনেরও সুযোগ রাখা আছে। এ জন্য ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রাখা আছে। অভিযোগগুলো মনোনয়ন বোর্ডে উপস্থাপন করা হয়। এরপর যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, চূড়ান্তভাবে মনোনীত কারও বিরুদ্ধে অভিযোগ আসলে এবং তার সত্যতা মিললে মনোনয়ন ফেরত নেওয়া হবে। আমরা করেনাকালে কোনো জনপ্রতিনিধির নাম অনিয়মের অভিযোগ, মাদক ব্যবসা অথবা মাদকাসক্ত এমন অভিযোগকে গুরুত্ব দিচ্ছি। এসব অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাইও চলছে।
নেতারা বলেন, করোনাকালে ত্রাণ বিতরণের সময় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহও করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যাবে, তিনি যতই জনপ্রিয় হোন না কেন মনোনয়ন দেওয়া হবে না। এ ছাড়া একাধিকবার নির্বাচিত হয়েছেন এমন অজনপ্রিয়দের মনোনয়ন না দেওয়ার কথা বলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, করোনাকালসহ বিভিন্ন সময়ে যারা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন এমন বর্তমান কোনো চেয়ারম্যানকেই মনোনয়ন দেওয়া হচ্ছে না। এ ছাড়া একের অধিকবার নির্বাচিত চেয়ারম্যানদেরও মনোনয়ন দিতে চান না দলীয় সভাপতি শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন বর্তমান চেয়ারম্যানরা অজনপ্রিয় হয়ে পড়েন। ফলে তাদের মনোনয়ন দেওয়া হলে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
২ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৪ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৪ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৫ ঘণ্টা আগে