নারায়ণগঞ্জ প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাঁরা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তাঁরা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি সব দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবে।’
কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বসতে দেবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয়, আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয়, তাহলে বিএনপি তো তা মেনে নেবে না। যার ফলে ঢাকায় গত কয়েক দিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
নুর বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারণ কী?’
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তাঁরা বিভ্রান্ত ছড়িয়েছেন যে ড. ইউনূস পদত্যাগ করবেন। তাঁরা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও। যারা এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘দেশ চালাতে যদি আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি সব দলের প্রধানকে ডাকেন, কথা বলেন। আমরা সবাই আপনাকে সহায়তা করবে।’
কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। আদালত নির্দেশনা দিলেও এনসিপির নেতা উপদেষ্টা আসিফ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বসতে দেবে না। বিএনপি একটি বড় দল। আদালত যখন রায় দেয়, আর সরকারের উপদেষ্টা যদি বাধা দেয়, তাহলে বিএনপি তো তা মেনে নেবে না। যার ফলে ঢাকায় গত কয়েক দিন আন্দোলন হয়েছে। এই নাবালক উপদেষ্টার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।’
নুর বলেন, ‘জুলাই আন্দোলন শুধু ছাত্রদের নিয়ে হয়নি। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে না নামলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা না দিয়ে ৯ মাস পর কেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর কারণ কী?’
নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৫ ঘণ্টা আগে