নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেউ মুক্তিযুদ্ধের নামে, কেউ সরকার বদলের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে। জনগণের কল্যাণ হয়নি। জনগণ যেই তিমিরে, সেই তিমিরেই।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এম-এল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দিলীপ বড়ুয়া। সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সমাজতন্ত্রের দর্শনের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা বদল করা দরকার উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, শুধু স্বাধীনতার পতাকা বদল করেই হয় না, শুধু সরকার বদল হলেই হয় না। জনগণের অর্থনৈতিক মুক্তি আসে না। সেই জন্য দরকার সমাজতন্ত্রের দর্শনের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা বদল করা। যদি সেটা না হয়, তাহলে মানুষ বারবার প্রতারিত হবে।
রাজনৈতিক দলগুলো জনগণকে বিভ্রান্ত করে বলে অভিযোগ করেন সাম্যবাদী দলের এই নেতা। তিনি বলেন, জনগণ বারবার প্রতারিত হচ্ছে। কেউ মুক্তিযুদ্ধের নামে, কেউ সরকার বদলের নামে জনগণকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তির মধ্য দিয়ে আজ জনগণ হতাশায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ হবে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। উনি বলেছেন, প্রতি ইঞ্চি জমি যদি চাষ না করা যায় আমার দেশে দুর্ভিক্ষ হতে পারে। আমি ওনার সঙ্গে একমত।
ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে বলে দাবি করেন আলোচনা সভায় উপস্থিত বক্তারা। তাঁরা দাবি করেন, সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়বে।
সভার সভাপতিত্ব করেন দলটির পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান। সাম্যবাদী দলকে শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গরু ছাগল উৎপাদন করে তারা কি এক কেজি মাংস ছয় মাসে একবার খেতে পারেন? অথচ প্রতিদিন শত শত গরু জবাই হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পুঁজিবাদীদের খেলা, পুঁজিবাদী ব্যবস্থাপনার এক নির্মম ঘটনা। তাই সমাজে সাম্যবাদের প্রতিষ্ঠা করতে হবে।

কেউ মুক্তিযুদ্ধের নামে, কেউ সরকার বদলের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে। জনগণের কল্যাণ হয়নি। জনগণ যেই তিমিরে, সেই তিমিরেই।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এম-এল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দিলীপ বড়ুয়া। সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সমাজতন্ত্রের দর্শনের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা বদল করা দরকার উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, শুধু স্বাধীনতার পতাকা বদল করেই হয় না, শুধু সরকার বদল হলেই হয় না। জনগণের অর্থনৈতিক মুক্তি আসে না। সেই জন্য দরকার সমাজতন্ত্রের দর্শনের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা বদল করা। যদি সেটা না হয়, তাহলে মানুষ বারবার প্রতারিত হবে।
রাজনৈতিক দলগুলো জনগণকে বিভ্রান্ত করে বলে অভিযোগ করেন সাম্যবাদী দলের এই নেতা। তিনি বলেন, জনগণ বারবার প্রতারিত হচ্ছে। কেউ মুক্তিযুদ্ধের নামে, কেউ সরকার বদলের নামে জনগণকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তির মধ্য দিয়ে আজ জনগণ হতাশায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে দিলীপ বড়ুয়া বলেন, ‘সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ হবে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। উনি বলেছেন, প্রতি ইঞ্চি জমি যদি চাষ না করা যায় আমার দেশে দুর্ভিক্ষ হতে পারে। আমি ওনার সঙ্গে একমত।
ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে বলে দাবি করেন আলোচনা সভায় উপস্থিত বক্তারা। তাঁরা দাবি করেন, সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়বে।
সভার সভাপতিত্ব করেন দলটির পলিট ব্যুরো সদস্য লুৎফর রহমান। সাম্যবাদী দলকে শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গরু ছাগল উৎপাদন করে তারা কি এক কেজি মাংস ছয় মাসে একবার খেতে পারেন? অথচ প্রতিদিন শত শত গরু জবাই হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পুঁজিবাদীদের খেলা, পুঁজিবাদী ব্যবস্থাপনার এক নির্মম ঘটনা। তাই সমাজে সাম্যবাদের প্রতিষ্ঠা করতে হবে।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
২ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৫ ঘণ্টা আগে