নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

মার্কিন নিষেধাজ্ঞা না আসায় বিএনপির মনের জোর কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। বিএনপি আশা করে বসেছিল, তাদের সঙ্গে বৈঠক হবে। আশা করেছিল বিএনপির পক্ষ নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপ দেবে। কী বার্তা পেলেন। বিএনপির সঙ্গে বৈঠক হলো না। নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এল না। অবস্থা বেগতিক, হতাশায় ডুবতে ডুবতে বিএনপির মনের জোর কমে গেছে।’
কাদের বলেন, ‘মনের জোর যখন কমে যায়, তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি নেতাদের অবস্থা হয়েছে তাই, তাদের মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ফখরুলের গলার জোর বেড়ে গেছে।’
বিএনপির পদযাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। এর মাধ্যমে তাদের আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। কারণ, মনের জোর কমে গেছে। তাদের সুর ছিল গরম, এখন এত নরম কেন। ছিল বিক্ষোভ, বিক্ষোভ থেকে নীরব কর্মসূচি কেন। কোথায় হারিয়ে গেছে। ফখরুল, ফখরুল সাহেব।’
মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘পায়ের তলায় নাকি আমাদের মাটি নেই। পায়ের তলায় মাটি কার আছে, কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি। খালি মাঠে খেলব না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ১৫ মিনিটের বক্তব্যে ১২ বার মুখে নিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।
শান্তি সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
বৈঠকে ডা. শফিকুর রহমান ও ইভারস আইজাবস বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে