Ajker Patrika

ঐকমত্য কমিশনে ২৩ মার্চ মতামত দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৩: ৪০
ঐকমত্য কমিশনে ২৩ মার্চ মতামত দেবে বিএনপি
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ে আগামী ২৩ মার্চ (রোববার) মতামত জমা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। এ নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও অংশ নেন।

বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বৈঠকে রাজনীতিসহ দেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে কমিশন যে প্রচেষ্টা করছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে, সব বিষয়ে ঐকমত্য হবে, সেখানে সংস্কার হবে। আর যেখানে ঐকমত্য হবে না, সে বিষয়গুলো নিয়ে দলগুলো নির্বাচনের পরে জনগণের কাছে যাবে, পরে সংসদে আলোচনা হবে।’

নির্বাচন বিষয়ে দেশ এবং বিদেশে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জানিয়ে খসরু বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে হলে অবশ্যই জনগণের সরকার লাগবে। বর্তমান পরিস্থিতিতে সেই প্রয়োজনীয়তা বড় করে দেখা দিয়েছে। এ বিষয়টি নিয়ে বৈঠকে কথা বলেছি। বিষয়টি নিয়ে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত