নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পদ্মা সেতু দিয়ে পার হতে বিএনপি নেতাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সেতু করতে গিয়ে লুটপাট করার জন্য এই সরকারকেই ক্ষমা চাইতে হবে বলে পাল্টা জবাব দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মির্জা আব্বাস এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছিল পদ্মা সেতু করতে পারবে না এ সরকার। কিন্তু পদ্মা সেতু হয়েছে। এখন দেখার বিষয় বিএনপির মির্জা ফখরুলসহ তাদের নেতারা পদ্মা সেতুর ওপর দিয়ে যায়, নাকি পদ্মা সেতুর নিচ দিয়ে আওয়ামী লীগের নৌকাতে পার হয়। পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপি নেতাদের যাওয়ার আগে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।’
মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘সেদিন এক মন্ত্রী বললেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে বিএনপিকে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে হবে। আমরা বলতে চাই যখন যমুনা ব্রিজ চালু হয়, তখন তো আমরা আওয়ামী লীগকে বলি নাই যে, নাকে খত দিতে হবে। আপনারা কেন বলছেন?’
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই ব্রিজটা কি কারও বাপের টাকায় হইছে? এই ব্রিজের উছিলায় তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কারও বাপ-দাদার টাকার ব্রিজ না। এই ব্রিজ করতে গিয়া আমাদের পকেট কাটেন নাই? আমাদের ট্যাক্সের টাকা, ঘামে ভেজা টাকা দিয়ে ব্রিজ করবেন আর বলবেন যে, ব্রিজে উঠতে নাকে খত দিতে হবে। ক্ষমা চাইতে হবে আপনাদের। আপনারা এই ব্রিজ করতে গিয়ে চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করেছেন।’

‘পদ্মা সেতু দিয়ে পার হতে বিএনপি নেতাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে’ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সেতু করতে গিয়ে লুটপাট করার জন্য এই সরকারকেই ক্ষমা চাইতে হবে বলে পাল্টা জবাব দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় মির্জা আব্বাস এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছিল পদ্মা সেতু করতে পারবে না এ সরকার। কিন্তু পদ্মা সেতু হয়েছে। এখন দেখার বিষয় বিএনপির মির্জা ফখরুলসহ তাদের নেতারা পদ্মা সেতুর ওপর দিয়ে যায়, নাকি পদ্মা সেতুর নিচ দিয়ে আওয়ামী লীগের নৌকাতে পার হয়। পদ্মা সেতুর ওপর দিয়ে বিএনপি নেতাদের যাওয়ার আগে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে।’
মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘সেদিন এক মন্ত্রী বললেন, পদ্মা সেতু চালু হওয়ার পরে বিএনপিকে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে ওই ব্রিজ দিয়ে চলাচল করতে হবে। আমরা বলতে চাই যখন যমুনা ব্রিজ চালু হয়, তখন তো আমরা আওয়ামী লীগকে বলি নাই যে, নাকে খত দিতে হবে। আপনারা কেন বলছেন?’
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘এই ব্রিজটা কি কারও বাপের টাকায় হইছে? এই ব্রিজের উছিলায় তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কারও বাপ-দাদার টাকার ব্রিজ না। এই ব্রিজ করতে গিয়া আমাদের পকেট কাটেন নাই? আমাদের ট্যাক্সের টাকা, ঘামে ভেজা টাকা দিয়ে ব্রিজ করবেন আর বলবেন যে, ব্রিজে উঠতে নাকে খত দিতে হবে। ক্ষমা চাইতে হবে আপনাদের। আপনারা এই ব্রিজ করতে গিয়ে চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করেছেন।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১২ ঘণ্টা আগে