
গণতন্ত্র না থাকায় সীমাহীন দুর্নীতি, লুটপাট, নির্যাতন, হামলা-মামলাসহ নানা কারণে দেশ আজ অন্ধকারে নিমজ্জিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই অবস্থায় গণতন্ত্র ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ওলামা দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটা অন্ধকার যুগের মধ্যে আমরা আছি। সেই অন্ধকার থেকে আলোর পথের যাত্রী হিসেবে আমাদের রাজপথে নেমে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে।’ তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে দল করতেই হবে এমন কোনো বিষয় না। সমগ্র বাংলাদেশটাকে এক জায়গায় দাঁড়াতে হবে। গণতন্ত্রের শপথ নিতে হবে।’
বাংলাদেশে সীমাহীন দুর্নীতি, নির্যাতন ও হামলা-মামলা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এখন যেটা হচ্ছে, তা আইয়ুব-ইয়াহিয়ার আমলেও হয়নি। গণতন্ত্র না থাকার কারণেই এই অবস্থা হয়েছে বলে অভিযোগ তাঁর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
২ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৮ ঘণ্টা আগে