আজকের পত্রিকা ডেস্ক

সম্প্রতি ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পর সৃষ্ট বিতর্কের জেরে জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পাটওয়ারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’
পাটওয়ারি আরও বলেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি তাঁদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি জনগণের অনুভূতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তাঁদের সংগ্রামের প্রতি তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতির শেষে ‘পুনশ্চ’-তে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যটি স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এবং তাদের জন্য সম্মতি তৈরি করতে ভূমিকা রেখেছে, একাত্তর টিভি তাদের অন্যতম।’
তিনি জানান, ৭১ টিভি যখন তাঁর কাছে শুভেচ্ছা বার্তা চেয়েছিল, তখন তিনি মূলত দুটি বিষয় তুলে ধরেছিলেন। প্রথমত, তিনি জুলাই আন্দোলনের সময় তথ্য দিয়ে সহায়তা করা ৭১ টিভির সাংবাদিক ভাইবোনদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাঁরা সেই কঠিন সময়ে হাউসের বিপরীতে গিয়ে আমাদের সাহায্য করেছিলেন।’ দ্বিতীয়ত, তিনি ৭১ টিভির প্রতি আহ্বান জানান যেন তাঁরা ভবিষ্যতে প্রোপাগান্ডার পরিবর্তে সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকতা করে এবং দেশের পাশে দাঁড়ায়।
পাটওয়ারী অভিযোগ করেন, তাঁর বক্তব্যের একটি খণ্ডিত অংশ এখন ঘুরে বেড়াচ্ছে, যা দেখে অনেকে কষ্ট পেয়েছেন। তিনি এই বিষয়টি বুঝতে পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে, তিনি খণ্ডিত বক্তব্য প্রচারের এই ‘অসৎ চর্চা’ থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেন।

সম্প্রতি ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পর সৃষ্ট বিতর্কের জেরে জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পাটওয়ারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’
পাটওয়ারি আরও বলেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি তাঁদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি জনগণের অনুভূতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তাঁদের সংগ্রামের প্রতি তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতির শেষে ‘পুনশ্চ’-তে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যটি স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এবং তাদের জন্য সম্মতি তৈরি করতে ভূমিকা রেখেছে, একাত্তর টিভি তাদের অন্যতম।’
তিনি জানান, ৭১ টিভি যখন তাঁর কাছে শুভেচ্ছা বার্তা চেয়েছিল, তখন তিনি মূলত দুটি বিষয় তুলে ধরেছিলেন। প্রথমত, তিনি জুলাই আন্দোলনের সময় তথ্য দিয়ে সহায়তা করা ৭১ টিভির সাংবাদিক ভাইবোনদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাঁরা সেই কঠিন সময়ে হাউসের বিপরীতে গিয়ে আমাদের সাহায্য করেছিলেন।’ দ্বিতীয়ত, তিনি ৭১ টিভির প্রতি আহ্বান জানান যেন তাঁরা ভবিষ্যতে প্রোপাগান্ডার পরিবর্তে সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকতা করে এবং দেশের পাশে দাঁড়ায়।
পাটওয়ারী অভিযোগ করেন, তাঁর বক্তব্যের একটি খণ্ডিত অংশ এখন ঘুরে বেড়াচ্ছে, যা দেখে অনেকে কষ্ট পেয়েছেন। তিনি এই বিষয়টি বুঝতে পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে, তিনি খণ্ডিত বক্তব্য প্রচারের এই ‘অসৎ চর্চা’ থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৬ ঘণ্টা আগে