ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির সম্মেলন আগামী এক মাসের মধ্যে আয়োজন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্র। পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাইয়ের মধ্যে জেলা ও ৭ জুলাইয়ের মধ্যে মহানগর বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন উভয় কমিটির নেতারা। ২ জুন দলীয় প্যাডে চিঠি দুটি জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পাঠানো হয় এবং তাঁরা গতকাল মঙ্গলবার সেগুলো হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।
জেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ জুন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে ফরিদপুর বিভাগীয় নেতাদের নিয়ে সভা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিট কমিটি জুলাই মাসের মধ্যে গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হবে।
এ ছাড়া মহানগর বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের আওতাধীন ওয়ার্ডগুলোর কমিটি করে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা না হলে কমিটি ভেঙে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘চিঠি পাওয়ার পরই আমরা প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কাজ শুরু করে দিয়েছি। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যথাসময়ে সম্মেলনের আয়োজন করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল জেলা বিএনপির ১৯ সদস্যবিশিষ্ট ও মহানগর বিএনপির ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে সাড়ে চার মাস পর সদস্যসংখ্যা বাড়িয়ে দুটি কমিটিকে ৩১ সদস্যবিশিষ্ট করা হয়।
আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে জেলার ১৫টি ইউনিটের (নয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভা) মধ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর, ভাঙ্গা পৌর ও সদরপুর উপজেলা কমিটি গঠন করা হয়। কিন্তু পকেট কমিটি গঠনের অভিযোগে কেন্দ্রীয় কমিটি সেগুলো স্থগিত করে এবং পরে এক আদেশে সদরপুর উপজেলা কমিটি পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে স্বপন বলেন, ‘জেলার ১৫টি ইউনিটের মাধ্যমে চারটিতে কমিটি দিয়েছিলাম। এর মধ্যে তিনটি স্থগিত রয়েছে। এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, মেনে নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘যথাসময়ের মধ্যে আমাদের সম্মেলন হবে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
এদিকে মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাকি আটটি দ্রুত সম্পন্ন করে কেন্দ্রে পাঠানো হবে। এ ছাড়া যে দিন সম্মেলনের সিদ্ধান্ত দেবে, সে দিনই করা হবে।’

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির সম্মেলন আগামী এক মাসের মধ্যে আয়োজন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্র। পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জুলাইয়ের মধ্যে জেলা ও ৭ জুলাইয়ের মধ্যে মহানগর বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন উভয় কমিটির নেতারা। ২ জুন দলীয় প্যাডে চিঠি দুটি জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পাঠানো হয় এবং তাঁরা গতকাল মঙ্গলবার সেগুলো হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।
জেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ জুন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে ফরিদপুর বিভাগীয় নেতাদের নিয়ে সভা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, ফরিদপুর জেলার আওতাধীন সব ইউনিট কমিটি জুলাই মাসের মধ্যে গঠন করে ১২ জুলাইয়ের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন করতে হবে। অন্যথায় জেলা আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হবে।
এ ছাড়া মহানগর বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের আওতাধীন ওয়ার্ডগুলোর কমিটি করে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা না হলে কমিটি ভেঙে দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘চিঠি পাওয়ার পরই আমরা প্রয়োজনীয় প্রস্তুতির জন্য কাজ শুরু করে দিয়েছি। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যথাসময়ে সম্মেলনের আয়োজন করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল জেলা বিএনপির ১৯ সদস্যবিশিষ্ট ও মহানগর বিএনপির ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে সাড়ে চার মাস পর সদস্যসংখ্যা বাড়িয়ে দুটি কমিটিকে ৩১ সদস্যবিশিষ্ট করা হয়।
আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে জেলার ১৫টি ইউনিটের (নয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভা) মধ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর, ভাঙ্গা পৌর ও সদরপুর উপজেলা কমিটি গঠন করা হয়। কিন্তু পকেট কমিটি গঠনের অভিযোগে কেন্দ্রীয় কমিটি সেগুলো স্থগিত করে এবং পরে এক আদেশে সদরপুর উপজেলা কমিটি পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে স্বপন বলেন, ‘জেলার ১৫টি ইউনিটের মাধ্যমে চারটিতে কমিটি দিয়েছিলাম। এর মধ্যে তিনটি স্থগিত রয়েছে। এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে, মেনে নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘যথাসময়ের মধ্যে আমাদের সম্মেলন হবে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
এদিকে মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাকি আটটি দ্রুত সম্পন্ন করে কেন্দ্রে পাঠানো হবে। এ ছাড়া যে দিন সম্মেলনের সিদ্ধান্ত দেবে, সে দিনই করা হবে।’

আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
১৭ মিনিট আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে