সম্পাদকীয়

বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘকাল ধরেই শনির দশা চলছে। সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না থাকায় দিন দিন এর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে পুঁজিবাজারের করুণ অবস্থা ফুটে উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় ২৫ মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সংকট আরও বেড়েছে। বাজারে ঘন ঘন দরপতন হচ্ছে। লেনদেনের পরিমাণ একেবারেই কমে গেছে। ব্যাংক খাতে বিভিন্ন সংস্কার উদ্যোগের মাধ্যমে অর্থনীতির কিছু ক্ষেত্রে উন্নতি দৃশ্যমান হলেও শেয়ারবাজার যেন উল্টো পথে হাঁটছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হচ্ছে না।
মূলত পুঁজিবাজারে কারসাজির শাস্তি না হওয়া এবং রাজনৈতিকভাবে কেউ এর প্রকৃত দায়িত্ব গ্রহণ না করাই এই পরিস্থিতির জন্য দায়ী। জানা যায়, ২০১০-১১ সালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন, যার মধ্যে অন্তত ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এর আগেও ১৯৯৬ সালে বড় ধরনের অনিয়ম হয়েছিল, কিন্তু কোনো বিচার হয়নি।
সংলাপে একজন বক্তা পুঁজিবাজারের সঙ্গে ক্যাসিনোর তুলনা করে বলেছেন, যেভাবে দিনের শেষে মুনাফা কেবল ক্যাসিনো মালিকের কাছে যায়, এখানেও একই ঘটনা ঘটছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভ করছে আর সাধারণ বিনিয়োগকারীরা কেবল তাঁদের লাভের জোগান দিচ্ছেন।
পুঁজিবাজারের এই দুরবস্থা কেবল আর্থিক ক্ষতিই করছে না, বরং পুরো অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। আস্থার অভাব এবং পারস্পরিক সহযোগিতার অনুপস্থিতি বাজারকে স্থবির করে রেখেছে। পৃথিবীর অন্যান্য দেশের পুঁজিবাজারে দরপতন হলেও যেমন ঘুরে দাঁড়ায়, আমাদের দেশে সেই সূত্র কাজ করে না। এখানে কারসাজি এমনভাবে জেঁকে বসেছে যে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রধানত, পুঁজিবাজারে পূর্বে সংঘটিত সব কারসাজি ও অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি যত দিন থাকবে, তত দিন নতুন করে অনিয়মকারীরা উৎসাহিত হবেন। এরপর পুঁজিবাজারকে রাজনৈতিক মালিকানার (ওনারশিপ) আওতায় আনতে হবে, যার জন্য সুনির্দিষ্ট ও সমন্বিত মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়ন করা জরুরি। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। এতে বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। সবশেষে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তবে পুঁজিবাজারকে ‘টোটকা ওষুধে’ ঠিক করা যাবে না। এর জন্য প্রয়োজন বড় ধরনের কাঠামোগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পুঁজিবাজার কেবল কিছু মানুষের লাভের উৎস নয়, এটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। একে ‘ক্যাসিনো’ থেকে মুক্ত করে একটি সুস্থ, শক্তিশালী এবং নির্ভরযোগ্য বাজারে পরিণত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘকাল ধরেই শনির দশা চলছে। সমস্যা সমাধানের কোনো উদ্যোগ না থাকায় দিন দিন এর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার: দর্শন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে পুঁজিবাজারের করুণ অবস্থা ফুটে উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় ২৫ মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংকট উত্তরণের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সংকট আরও বেড়েছে। বাজারে ঘন ঘন দরপতন হচ্ছে। লেনদেনের পরিমাণ একেবারেই কমে গেছে। ব্যাংক খাতে বিভিন্ন সংস্কার উদ্যোগের মাধ্যমে অর্থনীতির কিছু ক্ষেত্রে উন্নতি দৃশ্যমান হলেও শেয়ারবাজার যেন উল্টো পথে হাঁটছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হচ্ছে না।
মূলত পুঁজিবাজারে কারসাজির শাস্তি না হওয়া এবং রাজনৈতিকভাবে কেউ এর প্রকৃত দায়িত্ব গ্রহণ না করাই এই পরিস্থিতির জন্য দায়ী। জানা যায়, ২০১০-১১ সালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন, যার মধ্যে অন্তত ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এর আগেও ১৯৯৬ সালে বড় ধরনের অনিয়ম হয়েছিল, কিন্তু কোনো বিচার হয়নি।
সংলাপে একজন বক্তা পুঁজিবাজারের সঙ্গে ক্যাসিনোর তুলনা করে বলেছেন, যেভাবে দিনের শেষে মুনাফা কেবল ক্যাসিনো মালিকের কাছে যায়, এখানেও একই ঘটনা ঘটছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভ করছে আর সাধারণ বিনিয়োগকারীরা কেবল তাঁদের লাভের জোগান দিচ্ছেন।
পুঁজিবাজারের এই দুরবস্থা কেবল আর্থিক ক্ষতিই করছে না, বরং পুরো অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। আস্থার অভাব এবং পারস্পরিক সহযোগিতার অনুপস্থিতি বাজারকে স্থবির করে রেখেছে। পৃথিবীর অন্যান্য দেশের পুঁজিবাজারে দরপতন হলেও যেমন ঘুরে দাঁড়ায়, আমাদের দেশে সেই সূত্র কাজ করে না। এখানে কারসাজি এমনভাবে জেঁকে বসেছে যে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রধানত, পুঁজিবাজারে পূর্বে সংঘটিত সব কারসাজি ও অনিয়মের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি যত দিন থাকবে, তত দিন নতুন করে অনিয়মকারীরা উৎসাহিত হবেন। এরপর পুঁজিবাজারকে রাজনৈতিক মালিকানার (ওনারশিপ) আওতায় আনতে হবে, যার জন্য সুনির্দিষ্ট ও সমন্বিত মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়ন করা জরুরি। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে হবে। এতে বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। সবশেষে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
তবে পুঁজিবাজারকে ‘টোটকা ওষুধে’ ঠিক করা যাবে না। এর জন্য প্রয়োজন বড় ধরনের কাঠামোগত সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পুঁজিবাজার কেবল কিছু মানুষের লাভের উৎস নয়, এটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। একে ‘ক্যাসিনো’ থেকে মুক্ত করে একটি সুস্থ, শক্তিশালী এবং নির্ভরযোগ্য বাজারে পরিণত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নানা অস্থিরতার মধ্যেও দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রমী। দেশের ইতিহাসে এটিই হবে প্রথম নির্বাচন, যেখানে ভোটাররা এক ব্যালটে তাঁদের পছন্দের সংসদ সদস্য নির্বাচন করবেন...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে আমাদের অতীতকে মোটেই সুখের কিংবা স্বস্তির বলা যায় না। প্রকৃত অর্থে সমৃদ্ধিরও নয়। ১৯৭১ সালে সংঘটিত সর্বাত্মক সশস্ত্র জনযুদ্ধ-মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল, ৫৪ বছরে তার কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে সন্দেহ ও বিতর্ক থেকেই গেছে।
১৫ ঘণ্টা আগে
২০২৫ সালটি বাংলাদেশের অর্থনীতির যেমন কোনো বড় সাফল্যের বছর ছিল না, তেমনি সম্পূর্ণ বিপর্যয়ের বছরও ছিল না। বছরটি ছিল অনেকটা স্রোতোবহা নদীর মাঝখানে ভেসে থাকা নৌকার মতো, যেখানে পেছনে প্রবল চাপ আর সামনে অনিশ্চিত পথ।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একটি নাম নন; তিনি একটি দীর্ঘ সময়ের রাজনৈতিক ব্যক্তিত্বও। তাঁর প্রয়াণে দেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল—যে অধ্যায় ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, গভীর মেরুকরণ, সংগ্রাম ও বিতর্কে পরিপূর্ণ। রাষ্ট্র পরিচালনার ইতিহাসে তিনি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক...
১৫ ঘণ্টা আগে