সম্পাদকীয়

বরিশালের আগৈলঝাড়ায় ‘স্বপ্নডানা’ নামের কথিত এক এনজিওর বিরুদ্ধে সহস্রাধিক দরিদ্র মানুষের প্রায় পৌনে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামের সহজ-সরল মানুষের কাছে অল্প টাকায় ঘর পাওয়ার লোভ যেন খুব স্বাভাবিক ব্যাপার! তাই বুঝি দেশের প্রান্তিক মানুষের আর্থিক দুর্দশা নিয়ে খেলেছে কিছু অসাধু ব্যক্তি।
আজকের পত্রিকায় এই নিয়ে রোববার প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মরান্দিরপাড় গ্রামে চলতি বছরের ১৪ নভেম্বর ‘স্বপ্নডানা’ তাদের কার্যক্রম শুরু করে। এর পরিচালক সায়মন বিশ্বাস এবং বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও। তাঁরা কয়েকজন মাঠকর্মীর মাধ্যমে গ্রামের মানুষকে ঘর ও খাদ্যসামগ্রী দেওয়ার লোভ দেখিয়ে ১ হাজার ৭৬১ জনের কাছ থেকে ৭৭ লাখ ৫ হাজার ২৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। মাঠকর্মীরা প্রতিজনের কাছ থেকে আধা পাকা ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা এবং চাল, ডাল, আটা, চিনি ও তেল দেওয়ার কথা বলে ২ হাজার ৪০ টাকা করে নিয়েছেন। মাঠকর্মীরা সেসব টাকা যথাসময়ে বিকাশের মাধ্যমে সায়মন বিশ্বাসকে বিশ্বাস করেই পাঠিয়েছেন। অথচ এখন তিনি টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করছেন।
প্রতারণার বিষয়টি মাঠকর্মীরাও জানতেন না। স্থানীয় সমাজসেবা অফিসের বক্তব্য থেকে জানা যাচ্ছে, এনজিওটির রেজিস্ট্রেশন ভুয়া এবং প্রতিষ্ঠানটি আইনগতভাবে বৈধ নয়। তাহলে কীভাবে এত দিন তারা এত বড় অর্থনৈতিক প্রতারণা চালিয়ে গেল?
এখানে প্রশাসনিক তদারকি ও নজরদারির অভাব পরিষ্কার। এনজিও কার্যক্রম পরিচালনার আগে যদি সঠিক তদন্ত ও তদারকির ব্যবস্থা করা হতো, তবে এ রকম একটি প্রতারণা সম্ভব হতো না। দেশে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এনজিও কার্যক্রম তদারকের দায়িত্বে রয়েছে। কিন্তু স্থানীয় সমাজসেবা দপ্তর তখনই নড়েচড়ে বসে, যখন মানুষ সর্বস্বান্ত হয়ে দরজায় কড়া নাড়ে। এর আগপর্যন্ত এসব তদারক প্রতিষ্ঠান নীরব দর্শক হয়ে থাকে।
এই ঘটনা আমাদের জানান দেয়, কীভাবে দারিদ্র্যের যন্ত্রণা মানুষের বিবেককে দুর্বল করে ফেলে। আধা পাকা ঘর, খাদ্যসামগ্রী বা অল্প টাকার লোভ দেখিয়ে মানুষের অসহায়ত্বের ফাঁক দিয়ে একদল প্রতারক তাদের শেষ সম্বলও কেড়ে নিচ্ছে। এই চিত্র নতুন নয়, বরং প্রতিনিয়ত কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র এবং প্রান্তিক মানুষ, যারা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত।
এসব প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। এনজিওটির কার্যক্রম প্রথম থেকেই সন্দেহজনক ছিল বলে মাঠকর্মীরা এখন বলছেন। তবে কেন তা আগে চোখে পড়েনি বা কর্তৃপক্ষের নজরে আসেনি, তা-ই বড় প্রশ্ন।
এখন শুধু এই ঘটনার সমালোচনা করাই যথেষ্ট নয়। এ ধরনের প্রতারণা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। নয়তো দারিদ্র্যের শিকার মানুষগুলোর জীবন থেকে আশা আর বিশ্বাসের শেষ অস্তিত্বটুকুও মুছে যাবে।

বরিশালের আগৈলঝাড়ায় ‘স্বপ্নডানা’ নামের কথিত এক এনজিওর বিরুদ্ধে সহস্রাধিক দরিদ্র মানুষের প্রায় পৌনে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামের সহজ-সরল মানুষের কাছে অল্প টাকায় ঘর পাওয়ার লোভ যেন খুব স্বাভাবিক ব্যাপার! তাই বুঝি দেশের প্রান্তিক মানুষের আর্থিক দুর্দশা নিয়ে খেলেছে কিছু অসাধু ব্যক্তি।
আজকের পত্রিকায় এই নিয়ে রোববার প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মরান্দিরপাড় গ্রামে চলতি বছরের ১৪ নভেম্বর ‘স্বপ্নডানা’ তাদের কার্যক্রম শুরু করে। এর পরিচালক সায়মন বিশ্বাস এবং বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও। তাঁরা কয়েকজন মাঠকর্মীর মাধ্যমে গ্রামের মানুষকে ঘর ও খাদ্যসামগ্রী দেওয়ার লোভ দেখিয়ে ১ হাজার ৭৬১ জনের কাছ থেকে ৭৭ লাখ ৫ হাজার ২৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। মাঠকর্মীরা প্রতিজনের কাছ থেকে আধা পাকা ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা এবং চাল, ডাল, আটা, চিনি ও তেল দেওয়ার কথা বলে ২ হাজার ৪০ টাকা করে নিয়েছেন। মাঠকর্মীরা সেসব টাকা যথাসময়ে বিকাশের মাধ্যমে সায়মন বিশ্বাসকে বিশ্বাস করেই পাঠিয়েছেন। অথচ এখন তিনি টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করছেন।
প্রতারণার বিষয়টি মাঠকর্মীরাও জানতেন না। স্থানীয় সমাজসেবা অফিসের বক্তব্য থেকে জানা যাচ্ছে, এনজিওটির রেজিস্ট্রেশন ভুয়া এবং প্রতিষ্ঠানটি আইনগতভাবে বৈধ নয়। তাহলে কীভাবে এত দিন তারা এত বড় অর্থনৈতিক প্রতারণা চালিয়ে গেল?
এখানে প্রশাসনিক তদারকি ও নজরদারির অভাব পরিষ্কার। এনজিও কার্যক্রম পরিচালনার আগে যদি সঠিক তদন্ত ও তদারকির ব্যবস্থা করা হতো, তবে এ রকম একটি প্রতারণা সম্ভব হতো না। দেশে সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এনজিও কার্যক্রম তদারকের দায়িত্বে রয়েছে। কিন্তু স্থানীয় সমাজসেবা দপ্তর তখনই নড়েচড়ে বসে, যখন মানুষ সর্বস্বান্ত হয়ে দরজায় কড়া নাড়ে। এর আগপর্যন্ত এসব তদারক প্রতিষ্ঠান নীরব দর্শক হয়ে থাকে।
এই ঘটনা আমাদের জানান দেয়, কীভাবে দারিদ্র্যের যন্ত্রণা মানুষের বিবেককে দুর্বল করে ফেলে। আধা পাকা ঘর, খাদ্যসামগ্রী বা অল্প টাকার লোভ দেখিয়ে মানুষের অসহায়ত্বের ফাঁক দিয়ে একদল প্রতারক তাদের শেষ সম্বলও কেড়ে নিচ্ছে। এই চিত্র নতুন নয়, বরং প্রতিনিয়ত কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র এবং প্রান্তিক মানুষ, যারা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত।
এসব প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। এনজিওটির কার্যক্রম প্রথম থেকেই সন্দেহজনক ছিল বলে মাঠকর্মীরা এখন বলছেন। তবে কেন তা আগে চোখে পড়েনি বা কর্তৃপক্ষের নজরে আসেনি, তা-ই বড় প্রশ্ন।
এখন শুধু এই ঘটনার সমালোচনা করাই যথেষ্ট নয়। এ ধরনের প্রতারণা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। নয়তো দারিদ্র্যের শিকার মানুষগুলোর জীবন থেকে আশা আর বিশ্বাসের শেষ অস্তিত্বটুকুও মুছে যাবে।

সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটি শুভ হোক, কল্যাণকর হোক—এই আশা এ দেশের প্রত্যেক মানুষই করবে। আমরাও আমাদের পাঠক, গুণগ্রাহী, বিজ্ঞাপনদাতা, এজেন্টসহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবনে নতুন বছর শান্তির পরশ বুলিয়ে দিক।
১ দিন আগে
নতুন বছর ২০২৬-কে সুস্বাগত। ক্যালেন্ডারের পাতা বদলে গেল, সময় এগিয়ে গেল আরেক ধাপ। পৃথিবীর কাছে যদি জিজ্ঞাসা করো সে কবি নাজিম হিকমতের ভাষায় হয়তো বলবে, একটি বছর অণুমাত্র কাল। তবে মানুষের জীবনে একটি বছর মিনিট-সেকেন্ডের এক বিশাল ব্যাপ্তি।
১ দিন আগে
ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে ২০২৫ সাল। আকাশ আলোকিত করে হাসছে ২০২৬ সালের প্রথম সূর্যটা। প্রতিবছর এমন ক্ষণে আমরা নতুন বছরের প্রত্যাশার কথা নানাভাবে প্রকাশ করি—কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বেছে নিই, আবার কেউ কাছের মানুষকে জানাই।
১ দিন আগে
উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় কথিত ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ওয়াশিংটনে তুলে ধরা হয়েছে একটি সন্ত্রাসবাদী হামলার কঠিন জবাব হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থকদের কাছে পশ্চিম আফ্রিকার জনবহুল...
১ দিন আগে