সম্পাদকীয়

আমাদের দেশের রাজনৈতিক বিভিন্ন ঘটনা স্বাভাবিকভাবে ঘটছে, নাকি কারও ইশারায়, তা জানা খুব জরুরি হয়ে উঠেছে। একই দিনে এত বেশি সংবাদের জন্ম হচ্ছে এবং সংবাদগুলো দেশকে অস্থিরতার দিকে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে মনে হয়, সত্যিকারের কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যাপারকে বেশি গুরুত্ব দিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। দেশের জনগণ এই অস্থিরতার কারণে ভালো কোনো পরিবর্তন আসছে কি না, সে ব্যাপারে ক্রমেই সন্দিহান হয়ে উঠছে।
একই দিনে বেশ কিছু বিষয় ঘটেছে, যা আলোচনার যোগ্য। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপি নেতাদের অবস্থান, বিএনপির মহাসচিবের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আশঙ্কা প্রকাশ, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারসহ নানা ঘটনায় বিতিকিচ্ছির হয়ে আছে রাজনৈতিক অঙ্গন। একটু খেয়াল করলেই দেখা যাবে, রাজনৈতিক পালাবদলের পর যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের জনগণ একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছিল, সেই আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এখন পর্যন্ত ইতিবাচক কোনো দিশা দেখা যাচ্ছে না। তাহলে কি কথামালার রাজনীতিতে আটকে থাকছে দেশ?
যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে কম। ৮ মের যে ঘটনাগুলোর উল্লেখ করা হলো, তাতে দেখা যাচ্ছে, নির্বাচন অভিমুখে দেশের কোনো রোডম্যাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল কি না, যদি থেকে থাকে, তাহলে কীভাবে তিনি ইমিগ্রেশন পার হলেন, আর নিষেধাজ্ঞা না থাকলে কেন তিনি দেশের বাইরে যেতে পারবেন না—এ প্রশ্নেরই তো বিহিত করতে হবে সবার আগে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনতে পারলে তিনি পদ ছেড়ে দেবেন। দোষটা কী, সেটাই তো সবার আগে নির্ধারণ করতে হবে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে অবশ্যই তা উদ্ঘাটন করতে হবে। আর বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা না থাকলে জনগণকে বোঝাতে হবে প্রকৃত ঘটনা।
শিক্ষার্থীদের নতুন দল এনসিপির নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের সম্মিলিত শক্তি ছিল সমীহ করার মতো। কিন্তু ৯ মাস পরে আন্দোলনে অংশগ্রহণকারীরা নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সাড়ম্বরে এনসিপির আত্মপ্রকাশের পর তাদের সভাগুলো ক্রমেই ছোট হয়ে আসছে কেন, তা নিয়ে তারা জরিপ করতে পারে। কেউ কেউ মনে করছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এসব সরকারের সঙ্গে এনসিপির মিলিত সাজানো নাটক। বিএনপির মহাসচিব যে বলেছেন, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সে ব্যাপারে এনসিপি নেতাদের মতামতও জানা দরকার। এই সরকারকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় রাখার একটা কৌশল নিয়ে দাবার ঘুঁটি সাজাচ্ছে কেউ—এমন একটা সন্দেহও কাজ করছে। নারায়ণগঞ্জের জনপ্রিয় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হঠাৎ গ্রেপ্তার করাই-বা কী ইঙ্গিত দেয়?
এই বিতিকিচ্ছি অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবে জনগণ?

আমাদের দেশের রাজনৈতিক বিভিন্ন ঘটনা স্বাভাবিকভাবে ঘটছে, নাকি কারও ইশারায়, তা জানা খুব জরুরি হয়ে উঠেছে। একই দিনে এত বেশি সংবাদের জন্ম হচ্ছে এবং সংবাদগুলো দেশকে অস্থিরতার দিকে যেভাবে নিয়ে যাচ্ছে, তাতে মনে হয়, সত্যিকারের কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ ব্যাপারকে বেশি গুরুত্ব দিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। দেশের জনগণ এই অস্থিরতার কারণে ভালো কোনো পরিবর্তন আসছে কি না, সে ব্যাপারে ক্রমেই সন্দিহান হয়ে উঠছে।
একই দিনে বেশ কিছু বিষয় ঘটেছে, যা আলোচনার যোগ্য। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপি নেতাদের অবস্থান, বিএনপির মহাসচিবের গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আশঙ্কা প্রকাশ, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারসহ নানা ঘটনায় বিতিকিচ্ছির হয়ে আছে রাজনৈতিক অঙ্গন। একটু খেয়াল করলেই দেখা যাবে, রাজনৈতিক পালাবদলের পর যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের জনগণ একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চেয়েছিল, সেই আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এখন পর্যন্ত ইতিবাচক কোনো দিশা দেখা যাচ্ছে না। তাহলে কি কথামালার রাজনীতিতে আটকে থাকছে দেশ?
যেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে কম। ৮ মের যে ঘটনাগুলোর উল্লেখ করা হলো, তাতে দেখা যাচ্ছে, নির্বাচন অভিমুখে দেশের কোনো রোডম্যাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল কি না, যদি থেকে থাকে, তাহলে কীভাবে তিনি ইমিগ্রেশন পার হলেন, আর নিষেধাজ্ঞা না থাকলে কেন তিনি দেশের বাইরে যেতে পারবেন না—এ প্রশ্নেরই তো বিহিত করতে হবে সবার আগে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনতে পারলে তিনি পদ ছেড়ে দেবেন। দোষটা কী, সেটাই তো সবার আগে নির্ধারণ করতে হবে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে অবশ্যই তা উদ্ঘাটন করতে হবে। আর বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা না থাকলে জনগণকে বোঝাতে হবে প্রকৃত ঘটনা।
শিক্ষার্থীদের নতুন দল এনসিপির নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের সম্মিলিত শক্তি ছিল সমীহ করার মতো। কিন্তু ৯ মাস পরে আন্দোলনে অংশগ্রহণকারীরা নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সাড়ম্বরে এনসিপির আত্মপ্রকাশের পর তাদের সভাগুলো ক্রমেই ছোট হয়ে আসছে কেন, তা নিয়ে তারা জরিপ করতে পারে। কেউ কেউ মনে করছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এসব সরকারের সঙ্গে এনসিপির মিলিত সাজানো নাটক। বিএনপির মহাসচিব যে বলেছেন, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, সে ব্যাপারে এনসিপি নেতাদের মতামতও জানা দরকার। এই সরকারকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় রাখার একটা কৌশল নিয়ে দাবার ঘুঁটি সাজাচ্ছে কেউ—এমন একটা সন্দেহও কাজ করছে। নারায়ণগঞ্জের জনপ্রিয় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হঠাৎ গ্রেপ্তার করাই-বা কী ইঙ্গিত দেয়?
এই বিতিকিচ্ছি অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবে জনগণ?

১৯৪১ সালের ডিসেম্বরে রুজভেল্ট ও চার্চিল হোয়াইট হাউসে মিলিত হন। এই বৈঠককে আর্কেডিয়া সম্মেলন বলা হয়। রুজভেল্টই প্রথম মিত্রশক্তিগুলোকে বোঝাতে ‘জাতিসংঘ’ নামটি ব্যবহার করেন। চার্চিল এ নামটি মেনে নেন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা।
১৮ ঘণ্টা আগে
ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। অথচ শহরটি যেন আধুনিক নগরসভ্যতার এক নির্মম প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে, যা চারদিকে তাকালেই প্রমাণ মেলে। আকাশজুড়ে ঘন ধোঁয়ার চাদর, যানবাহনের কালো বিষাক্ত ধোঁয়া, কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া...
১৮ ঘণ্টা আগে
শামস আজমাইন নামের ছেলেটি বড়ই দুর্ভাগা! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিনি। অপরাধ কী তাঁর? তিনি স্মার্টফোনে পরীক্ষার প্রশ্নপত্র তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাচ্ছিলেন? আচ্ছা!
১৮ ঘণ্টা আগে