অধ্যাপক এম এম আকাশ

পৃথিবীর অধিকাংশ দেশ জ্বালানি তেল আমদানি করে। তাদের আমদানি করা দামের ওপরে দেশে দাম নির্ধারণ হয়। সম্প্রতি তরল পেট্রোলিয়াম ও তরলীকৃত গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে অনুযায়ী দেশের বাজারে দাম বাড়ানো যেতে পারে। কিন্তু তার একটি কর্তৃপক্ষ আছে, সেটি হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আমরা জানি, বাজারে ডিজেলের খুচরা দাম ৬৫ টাকা লিটার। এটা এক লাফে ২৩% বাড়ান হলো। এখন প্রশ্ন হলো, এক লাফে এতটা বাড়ান কোনো নীতিনির্ধারক সহজে করেন না। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে করা ঠিক না। কারণ এটা অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। প্রথমত কৃষি কাজে ও দ্বিতীয়ত পণ্য পরিবহন কাজে। কৃষির উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে শিল্পজাত পণ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে। করোনার পরে মানুষ এমনতেই কষ্টে আছে। আর হঠাৎ করে দাম বাড়লে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
ডিজেলের দাম বাড়ার কারণে যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে সরকারের দ্রুত বসা উচিত ছিল। অথবা আগেই বসার দরকার ছিল। এ ছাড়া দাম বাড়ানোর আগে নোটিশ দেওয়া উচিত ছিল। এর কোনো কিছু হয়েছে কিনা, আমি জানি না। আর সরকারের উচিত ছিল ধর্মঘটকারীদের সঙ্গে বসে তাঁদের দাবি নিয়ে আলাপ আলোচনা করা। কিন্তু তা না করায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছে। দুই দিন ধরে এই দুর্ভোগের বিষয়টা চলতে পারে না। এর সৎ উত্তর সরকার দিতে পারবে না। আমাদের দেশের সরকার মুক্তবাজার অনুসরণ করছে। কিন্তু দাম বাড়লে সেগুলো নিয়ম অনুযায়ী হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার বাড়াবে। কিন্তু দাম কমলে দাম কমাবে না। তাহলে তো মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

পৃথিবীর অধিকাংশ দেশ জ্বালানি তেল আমদানি করে। তাদের আমদানি করা দামের ওপরে দেশে দাম নির্ধারণ হয়। সম্প্রতি তরল পেট্রোলিয়াম ও তরলীকৃত গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে অনুযায়ী দেশের বাজারে দাম বাড়ানো যেতে পারে। কিন্তু তার একটি কর্তৃপক্ষ আছে, সেটি হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
আমরা জানি, বাজারে ডিজেলের খুচরা দাম ৬৫ টাকা লিটার। এটা এক লাফে ২৩% বাড়ান হলো। এখন প্রশ্ন হলো, এক লাফে এতটা বাড়ান কোনো নীতিনির্ধারক সহজে করেন না। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে করা ঠিক না। কারণ এটা অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়। প্রথমত কৃষি কাজে ও দ্বিতীয়ত পণ্য পরিবহন কাজে। কৃষির উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে শিল্পজাত পণ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাবে। করোনার পরে মানুষ এমনতেই কষ্টে আছে। আর হঠাৎ করে দাম বাড়লে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।
ডিজেলের দাম বাড়ার কারণে যারা ধর্মঘট ডেকেছে তাদের সঙ্গে সরকারের দ্রুত বসা উচিত ছিল। অথবা আগেই বসার দরকার ছিল। এ ছাড়া দাম বাড়ানোর আগে নোটিশ দেওয়া উচিত ছিল। এর কোনো কিছু হয়েছে কিনা, আমি জানি না। আর সরকারের উচিত ছিল ধর্মঘটকারীদের সঙ্গে বসে তাঁদের দাবি নিয়ে আলাপ আলোচনা করা। কিন্তু তা না করায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ভোগ পোহাচ্ছে। দুই দিন ধরে এই দুর্ভোগের বিষয়টা চলতে পারে না। এর সৎ উত্তর সরকার দিতে পারবে না। আমাদের দেশের সরকার মুক্তবাজার অনুসরণ করছে। কিন্তু দাম বাড়লে সেগুলো নিয়ম অনুযায়ী হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকার বাড়াবে। কিন্তু দাম কমলে দাম কমাবে না। তাহলে তো মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো না।
লেখক: অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

ড. এম শামসুল আলম একজন জ্বালানি বিশেষজ্ঞ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের অধ্যাপক ও ডিন এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা। তিনি অধ্যাপনা করেছেন রুয়েট ও চুয়েটে। প্রকাশিত হয়েছে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ ও নিবন্ধ।
১৯ ঘণ্টা আগে
প্রবাদপ্রতিম বাঙালি রাজনীতিক শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার এক জনসভায় (১১ জুলাই ১৯৫৮) বলেছিলেন, ‘ইলেকশন বড় মজার জিনিস। এ সময় যে যা-ই বলেন তা-ই সত্য।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে আজ এমনই পরিস্থিতি বিরাজ করছে বলে মনে হচ্ছে।
১৯ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল সোমেশ্বরী নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণ। সেই স্বপ্ন পূরণে ২৭ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আব্বাসনগর এলাকায় গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২২ সালে।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পালে হাওয়া লাগা যাকে বোঝায়, সে রকম কোনো কিছু এখনো সাধারণ জনপরিসরে দেখা যাচ্ছে না। এবারই একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু মানুষকে এখন পর্যন্ত নির্বাচনমুখী হতে দেখা যাচ্ছে না।
২ দিন আগে