নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. ইউনূসকে নিয়ে শতাধিক নোবেলজয়ীসহ বিশ্বনেতাদের খোলা চিঠির বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে এ বিষয়ে গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন, সেটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তিনি।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া কাউকে খুশি করার জন্য ব্রিফিং করেছেন। নিশ্চয় তাঁর কোনো উদ্দেশ্য রয়েছে।’
গতকাল সোমবার ড. ইউনূসকে নিয়ে শতাধিক নোবেলজয়ীসহ বিশ্বনেতাদের খোলা চিঠির বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নির্দেশনা রয়েছে বলে জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি। তাঁকে বিচারিক হয়রানি করা হচ্ছে। বিশ্ব নেতাদের সঙ্গে তিনি একমত। তাই ওই বিবৃতিতে তিনি সাক্ষর করবেন না।
এমরান আহম্মদ ভূঁইয়ার এই বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি ওনাকে (এমরান) সই করতে বলেনি। আমি কোনো দিনও কোনো কর্মকর্তাকে বলিনি যে, আপনি এটাতে সই করেন বা না করেন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আমার অফিসে এ ধরনের কোনো স্টেটমেন্ট রেডি হয়নি।’
তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে বলে দিয়েছি, ওনারা (ইউনূসের পক্ষে বিশ্ব নেতারা) যে স্টেটমেন্ট দিয়েছেন তা সঠিক হয়নি। কারণ তাঁরা জানতেন না সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের (ড. ইউনূসের) আবেদন দুইবার প্রত্যাখ্যান হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, যারা ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন তাঁরা এটা জানেন না। সে কারণে আমি প্রথম দিনই বলে দিয়েছি। অ্যাটর্নি জেনারেল বলার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলদের কি আর স্বাক্ষর করার প্রয়োজন থাকে? তারপরও বলছি, সবাইকে স্বাক্ষর করতে হবে এই কথা আমি বলিনি।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাঁর (এমরান) যদি এটা মনে হয় যে আমি সবাইকে স্বাক্ষর করতে বলেছি, তাহলে তিনি তো আমার কাছে জানতে চাইতে পারতেন। তিনি সেটা জানতে চাননি। তার মানে কি? তিনি আমার কাছে জিজ্ঞেস না করেই কিভাবে জানলেন আমি বলেছি স্বাক্ষর করতে? কাউকে খুশি করার জন্য ডিএজি এমনটি করেছেন। তাঁর কোনো উদ্দেশ্য আছে।’
ডিএজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ না।’

ড. ইউনূসকে নিয়ে শতাধিক নোবেলজয়ীসহ বিশ্বনেতাদের খোলা চিঠির বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে এ বিষয়ে গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া যে বক্তব্য দিয়েছেন, সেটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তিনি।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া কাউকে খুশি করার জন্য ব্রিফিং করেছেন। নিশ্চয় তাঁর কোনো উদ্দেশ্য রয়েছে।’
গতকাল সোমবার ড. ইউনূসকে নিয়ে শতাধিক নোবেলজয়ীসহ বিশ্বনেতাদের খোলা চিঠির বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নির্দেশনা রয়েছে বলে জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ড. ইউনূস সম্মানিত ব্যক্তি। তাঁকে বিচারিক হয়রানি করা হচ্ছে। বিশ্ব নেতাদের সঙ্গে তিনি একমত। তাই ওই বিবৃতিতে তিনি সাক্ষর করবেন না।
এমরান আহম্মদ ভূঁইয়ার এই বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি ওনাকে (এমরান) সই করতে বলেনি। আমি কোনো দিনও কোনো কর্মকর্তাকে বলিনি যে, আপনি এটাতে সই করেন বা না করেন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আমার অফিসে এ ধরনের কোনো স্টেটমেন্ট রেডি হয়নি।’
তিনি আরও বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে বলে দিয়েছি, ওনারা (ইউনূসের পক্ষে বিশ্ব নেতারা) যে স্টেটমেন্ট দিয়েছেন তা সঠিক হয়নি। কারণ তাঁরা জানতেন না সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের (ড. ইউনূসের) আবেদন দুইবার প্রত্যাখ্যান হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি, যারা ড. ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন তাঁরা এটা জানেন না। সে কারণে আমি প্রথম দিনই বলে দিয়েছি। অ্যাটর্নি জেনারেল বলার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলদের কি আর স্বাক্ষর করার প্রয়োজন থাকে? তারপরও বলছি, সবাইকে স্বাক্ষর করতে হবে এই কথা আমি বলিনি।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তাঁর (এমরান) যদি এটা মনে হয় যে আমি সবাইকে স্বাক্ষর করতে বলেছি, তাহলে তিনি তো আমার কাছে জানতে চাইতে পারতেন। তিনি সেটা জানতে চাননি। তার মানে কি? তিনি আমার কাছে জিজ্ঞেস না করেই কিভাবে জানলেন আমি বলেছি স্বাক্ষর করতে? কাউকে খুশি করার জন্য ডিএজি এমনটি করেছেন। তাঁর কোনো উদ্দেশ্য আছে।’
ডিএজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ না।’

বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ডের নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট বিষয়টি জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
১৪ ঘণ্টা আগে