নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
১০ ঘণ্টা আগে