নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের বিদেশে থাকা অ্যাপার্টমেন্ট, বাড়ি ও দোকানসহ মোট ১৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৭ মিনিট আগে
বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের নিকাব নিয়ে দেওয়া মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘একাত্তের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকেরা
২ ঘণ্টা আগে
স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত ও সংগঠিত সহিংসতার (মব ভায়োলেন্স) প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ আয়োজন করতে যাচ্ছে সংবাদপত্রের মালিক ও সম্পাদকদের দুটি সংগঠন—সম্পাদক পরিষদ ও নিউজপেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে