নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতির কথা উল্লেখ করে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘কোনো কাজে ওনাকে পাওয়া যায় না। অর্থনৈতিক সংকট চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওনাকে দেখা যাচ্ছে না। উনি উজিরে খামাখা হয়ে গেছেন। স্বেচ্ছায় উজিরে খামাখা হয়ে গেছেন, দপ্তরবিহীন মন্ত্রীর মতো আছেন। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।’
আজ বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শামীম হায়দার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে বিলটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চলতি অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইন পাস হয়। যার সবগুলোই উত্থাপন করেন আইনমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
বিল উত্থাপন করায় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তিনি দ্বিগুণ বোঝা নিচ্ছেন। অরুণ জেটলির মতো তিনি আইনজীবী ছিলেন, আবার অর্থমন্ত্রীও ছিলেন।’
শামীম হায়দার বলেন, ‘আমাদের শঙ্কা হচ্ছে ২০২৬ সাল থেকে সরকারকে বছরে এক থেকে দেড় বিলিয়ন ডলার লোন পরিশোধ করতে হবে। এটা পরিশোধ করতে হবে ডলারে। আমরা ডলারের বিকল্পের দিকে যাচ্ছি এটা ভালো। এটা সাহসী পদক্ষেপ। বাংলাদেশের মতো দেশের বহুমুখী ফরেন পলিসি থাকা উচিত। বহুমুখী অর্থনৈতিক পলিসি থাকা উচিত। কিন্তু যে লোন ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা পরিশোধের জন্য ওই ডলারগুলো কই পাব। সেই সংকট থেকে আমরা কীভাবে উদ্ধার পাব। আমাদের ভুল চুক্তি, ভুল বিনিয়োগ ও ভুল লোনের কারণে এটা হয়েছে।’
রাজনৈতিক সংকট আওয়ামী লীগ ভালোমতো মোকাবিলা করেছে এবং করবে উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘কিন্তু অর্থনীতি তো সরকারের একার বিষয় নয়। এটি গ্লোবাল ইস্যু। আমরা লোনের জালে পড়ে যাচ্ছি। আমদানি-রপ্তানি ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমরা যদি চীন থেকে তাদের মুদ্রায় লোন পাই সেটা দিয়ে এটা পরিশোধ করতে পারব। তাদের হয়তো কিছুটা সহায়ক হবে। কিন্তু বৃহৎ পরিসরে তো কিছু হচ্ছে না।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৪ ঘণ্টা আগে