নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ১০ মিনিট সময় দেওয়াকে উপহাস বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র এই সংসদ সদস্য সময় কম দেওয়ায় সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন।
আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি বেদৌরা আহমেদ সালামের পর লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ফ্লোর দেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এর আগে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিট এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদকে ১৫ মিনিট সময় দিয়ে ফ্লোর দিয়েছিলেন ডেপুটি স্পিকার। যদিও পরে তাঁদের সময় বাড়িয়ে দিয়েছিলেন।
১০ মিনিট ফ্লোর পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘উচ্চাসনে যারা বসেন, তাঁদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধয় আনন্দ হয়। কিন্তু আমি স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই আমি যে ১০ মিনিট আমাকে দিয়েছেন সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।’
এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। পরে অবশ্য মিনিট দশেক পরে আবারও সংসদের কার্যক্রমে অংশ নেন।
পরে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র এমপি পঙ্কজ দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এ শিবির থেকে যত বেশি কথা বলব তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে...লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে ১৫ মিনিট সময় দিয়ে তাঁকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।’
আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পাশাপাশি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন। পরে তাঁর সংসদ সদস্য পদও শূন্য হয়। দীর্ঘদিন নিবৃত্তে থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ১০ মিনিট সময় দেওয়াকে উপহাস বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। স্বতন্ত্র এই সংসদ সদস্য সময় কম দেওয়ায় সংসদের কার্যক্রম থেকে ১০ মিনিটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন।
আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের এমপি বেদৌরা আহমেদ সালামের পর লতিফ সিদ্দিকীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য ফ্লোর দেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এর আগে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিট এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদকে ১৫ মিনিট সময় দিয়ে ফ্লোর দিয়েছিলেন ডেপুটি স্পিকার। যদিও পরে তাঁদের সময় বাড়িয়ে দিয়েছিলেন।
১০ মিনিট ফ্লোর পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘উচ্চাসনে যারা বসেন, তাঁদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধয় আনন্দ হয়। কিন্তু আমি স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই আমি যে ১০ মিনিট আমাকে দিয়েছেন সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।’
এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। পরে অবশ্য মিনিট দশেক পরে আবারও সংসদের কার্যক্রমে অংশ নেন।
পরে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র এমপি পঙ্কজ দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এ শিবির থেকে যত বেশি কথা বলব তত বেশি সংসদ কার্যকর হবে। সময় একটু বেশি দিলে...লতিফ সিদ্দিকী সাহেব অভিমান করেছেন, তিনি করতেই পারেন সিনিয়র, মুক্তিযোদ্ধা। ১৫ মিনিট সময় দিলে আবারও বলবেন। আমার অনুরোধ থাকবে ১৫ মিনিট সময় দিয়ে তাঁকে যেন কথা বলার সুযোগ দেওয়া হয়।’
আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পাশাপাশি দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হন। পরে তাঁর সংসদ সদস্য পদও শূন্য হয়। দীর্ঘদিন নিবৃত্তে থাকার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত মোট বৈধ প্রার্থীর ২৭ দশমিক ১৯ শতাংশই কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ শতকোটি টাকার বেশি।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আলাদা ইনস্টিটিউট হতে হবে। এটা মন্ত্রণালয়ের অধীনে হলে চলবে না। এটি একটি আলাদা শক্তিশালী প্রতিষ্ঠান হবে, যা পৃথিবীতে এ-সম্পর্কিত যত সংস্থা আছে, সবকটির সঙ্গে
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের আকাশসীমায় সিলেট থেকে লন্ডনগামী বিমানের ফ্লাইটে যাত্রী অসুস্থ হলেও সেখানে জরুরি অবতরণ করেননি পাইলট। প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় ফিরে অবতরণের পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়। গত ৩১ ডিসেম্বরের এ ঘটনায় তদন্তের মুখে পড়েছেন ওই ফ্লাইটের পাইলট।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের ভিড় বাড়ছে। গতকাল বুধবার আপিল কার্যক্রমের তৃতীয় দিনে ইসির স্থাপিত বুথগুলোয় মোট ১৩১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ১২৮ জন এবং রাজশাহী-৫, কিশোরগঞ্জ-৫ ও নোয়াখালী-৫ আসনের বৈধ প্রার্থীর বি
৮ ঘণ্টা আগে