নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র্যাবের ছয় সদস্য তাকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তার কাফরুলের বাসা থেকে র্যাব সদস্যরা ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাকে র্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে। ২ আগস্ট তাকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে। আর ওই পাঁচদিন তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসাবে উপস্থাপন করা হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই চিকিৎসক ইউএসএ–এর একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেইজড হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা পর্যালোচনা করে দেখবো, এখানে বিচার্য হবে কি না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
গত ১৮ জুলাই উত্তরার আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে গুলিতে নিহত ডাক্তার সজীব সরকারের পিতা হালিম সরকার চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ জমা দেন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনিয়ে ২৭টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২৬টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়।

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র্যাবের ছয় সদস্য তাকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তার কাফরুলের বাসা থেকে র্যাব সদস্যরা ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাকে র্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে। ২ আগস্ট তাকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে। আর ওই পাঁচদিন তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসাবে উপস্থাপন করা হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই চিকিৎসক ইউএসএ–এর একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেইজড হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা পর্যালোচনা করে দেখবো, এখানে বিচার্য হবে কি না।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
গত ১৮ জুলাই উত্তরার আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে গুলিতে নিহত ডাক্তার সজীব সরকারের পিতা হালিম সরকার চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ জমা দেন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনিয়ে ২৭টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২৬টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৫ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে