নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
যেসব সাবেক মন্ত্রীদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ; নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী; সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন; সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ; সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য; সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান; সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম; সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান; সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন; সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেসব সাবেক সংসদ সদস্যের, তারা হলেন—বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন।
দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মন্ত্রী ও ৩ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এই আবেদনের ওপর শুনানি করেন দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম।
অন্যদিকে ৮ মন্ত্রী ও ৫ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এই আবেদনের ওপর শুনানি করেন দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
দুদকের দুই আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদেশের কবি দুদকের মহাপরিচালক বরাবর পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
যেসব সাবেক মন্ত্রীদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন—সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ; নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী; সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন; সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ; সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য; সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান; সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম; সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল; সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান; সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন; সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেসব সাবেক সংসদ সদস্যের, তারা হলেন—বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহিদুল ইসলাম বকুল, এ কে এম সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাঈদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন।
দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মন্ত্রী ও ৩ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এই আবেদনের ওপর শুনানি করেন দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম।
অন্যদিকে ৮ মন্ত্রী ও ৫ সংসদ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এই আবেদনের ওপর শুনানি করেন দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
দুদকের দুই আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাদের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ইমিগ্রেশন পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আদেশের কবি দুদকের মহাপরিচালক বরাবর পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে