মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় দূতাবাস জানিয়েছে, শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
গত বুধবার নতুন হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেন। গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন।
রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন।

গণভোটের প্রচার নিয়ে হঠাৎ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে গণভোটের প্রচারের আইনি অবস্থান পর্যালোচনা ও বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার রাজধানী জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনসমূহ থেকে প্রয়োজনীয় জনবল
৮ ঘণ্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগে ১ থেকে ৩
১০ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে