নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৮ জুলাই থেকে আবারও শুরু হচ্ছে প্রথম ডোজের টিকা গ্রহণে আগ্রহীদের নিবন্ধন। টিকার সংকট কেটে যাওয়ায় এবার বয়সসীমা কমিয়ে এনেছে সরকার। এখন থেকে ৩৫ বছরের ওপরে ব্যক্তিরা টিকা নিতে পারবেন।
আজ সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এত দিন চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা টিকা নিতে পারতেন।
খুরশীদ আলম বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। দু–এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
খুরশীদ আলম বলেন, এবার নিবন্ধনের ক্ষেত্রে কৃষক ও শ্রমিকদের যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর তালিকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আইসিটি বিভাগকে আজই চিঠি পাঠানো হবে।
স্বাস্থ্যের ডিজি বলেন, আপাতত তিন ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু–এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুরক্ষা অ্যাপে আগের সব ক্যাটাগরি যুক্ত করা হবে।
কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার টিকা শিগগিরই প্রয়োগ শুরু হবে জানিয়ে তিনি বলেন, নিবন্ধন করেও যাঁরা এত দিন টিকা পাননি, তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। আগামী ১০ দিনের মধ্যেই টিকার প্রয়োগ শুরু হতে পারে। যিনি যে কেন্দ্রে নিবন্ধন করেছেন বা করবেন, তাঁকে সেই কেন্দ্রেই টিকা নিতে হবে।
তিনি বলেন, ফাইজারেরর মতো মডার্নার টিকার সংরক্ষণ জটিলতা থাকায় কেবলমাত্র সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা ব্যবস্থাপনার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়ার বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। এবার তৃতীয় দফায় ৩৫ বছরে নামিয়ে আনা হলো।
সম্প্রতি চীনের গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ ও চুক্তি চূড়ান্ত হওয়ায় চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ফলে আবারও নিবন্ধন–প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সাড়ে ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ পাওয়ার সমাধান শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড ডোজের অনুমতি না পাওয়ায় সেরামের টিকা দিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৭২ লাখ ৮০ হাজার ১৩১ জন। এর মধ্যে প্রথম ডোজ নিতে পেরেছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। কিন্তু দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন। ফলে প্রায় সাড়ে ১৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিতে পারবেন না চলতি মাস পর্যন্ত।
অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে। কেননা, দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আগামী আগস্ট নাগাদ এই টিকা আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৮ জুলাই থেকে আবারও শুরু হচ্ছে প্রথম ডোজের টিকা গ্রহণে আগ্রহীদের নিবন্ধন। টিকার সংকট কেটে যাওয়ায় এবার বয়সসীমা কমিয়ে এনেছে সরকার। এখন থেকে ৩৫ বছরের ওপরে ব্যক্তিরা টিকা নিতে পারবেন।
আজ সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এত দিন চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা টিকা নিতে পারতেন।
খুরশীদ আলম বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। দু–এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
খুরশীদ আলম বলেন, এবার নিবন্ধনের ক্ষেত্রে কৃষক ও শ্রমিকদের যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর তালিকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আইসিটি বিভাগকে আজই চিঠি পাঠানো হবে।
স্বাস্থ্যের ডিজি বলেন, আপাতত তিন ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু–এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুরক্ষা অ্যাপে আগের সব ক্যাটাগরি যুক্ত করা হবে।
কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার টিকা শিগগিরই প্রয়োগ শুরু হবে জানিয়ে তিনি বলেন, নিবন্ধন করেও যাঁরা এত দিন টিকা পাননি, তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন। আগামী ১০ দিনের মধ্যেই টিকার প্রয়োগ শুরু হতে পারে। যিনি যে কেন্দ্রে নিবন্ধন করেছেন বা করবেন, তাঁকে সেই কেন্দ্রেই টিকা নিতে হবে।
তিনি বলেন, ফাইজারেরর মতো মডার্নার টিকার সংরক্ষণ জটিলতা থাকায় কেবলমাত্র সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে টিকা ব্যবস্থাপনার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়ার বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। এবার তৃতীয় দফায় ৩৫ বছরে নামিয়ে আনা হলো।
সম্প্রতি চীনের গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ ও চুক্তি চূড়ান্ত হওয়ায় চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ফলে আবারও নিবন্ধন–প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সাড়ে ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ পাওয়ার সমাধান শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড ডোজের অনুমতি না পাওয়ায় সেরামের টিকা দিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা পেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৭২ লাখ ৮০ হাজার ১৩১ জন। এর মধ্যে প্রথম ডোজ নিতে পেরেছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। কিন্তু দ্বিতীয় ডোজ পেয়েছেন মাত্র ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন। ফলে প্রায় সাড়ে ১৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিতে পারবেন না চলতি মাস পর্যন্ত।
অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে। কেননা, দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণে কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আগামী আগস্ট নাগাদ এই টিকা আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সব ধরনের পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করে এবং এ বিধান লঙ্ঘনের অপরাধে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে অধ্যাদেশ কার্যকর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, বে সিটি অ্যাপারেলস, ইয়েলো অ্যাপারেলস, পিংক মেকার ও অ্যাপোলো অ্যাপারেলস নামে চারটি কথিত গ্রাহক প্রতিষ্ঠান ঋণের নামে প্রায় ২ হাজার ৮৫৭ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৯৪১ টাকা আত্মসাৎ করেছে। মূলত সালমান এফ রহমান তাঁর ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসির...
১ ঘণ্টা আগে
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৭ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৯ ঘণ্টা আগে