নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতে গ্রেপ্তার পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পি কে হালদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পি কে হালদারসহ ১২ ব্যক্তি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ভুয়া কাগজ দেখিয়ে ৪৪ কোটি টাকা ঋণ তোলেন। পরে তা বিভিন্নভাবে হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে পাচার করেন।
এদিকে পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ও আজ বৃহস্পতিবার এসব চিঠি পাঠানো হয়। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, চিঠিতে পি কে হালদারের আত্মসাৎ ও পাচার করা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পি কে হালদারকেও ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক

ভারতে গ্রেপ্তার পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পি কে হালদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পি কে হালদারসহ ১২ ব্যক্তি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ভুয়া কাগজ দেখিয়ে ৪৪ কোটি টাকা ঋণ তোলেন। পরে তা বিভিন্নভাবে হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে পাচার করেন।
এদিকে পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ও আজ বৃহস্পতিবার এসব চিঠি পাঠানো হয়। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, চিঠিতে পি কে হালদারের আত্মসাৎ ও পাচার করা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পি কে হালদারকেও ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৬ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৭ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১১ ঘণ্টা আগে