কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়। রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। বিমানবন্দরে লাভরভকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
কিছুক্ষণের মধ্যে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে দুই মন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে তিনি ঢাকায় এসেছেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে এসেছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়। রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।

ঋণখেলাপির জিম্মাদার হওয়ার পরেও চট্টগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে এশিয়া ব্যাংকের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেন, ‘উনার মনোনয়ন গ্রহণ করা হলো। তবে উনাকে অর্থ পরিশোধ করতে হবে।’
২৮ মিনিট আগে
ঋণ ও আয়কর-সংক্রান্ত অনিয়মের মাধ্যমে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ জন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায়...
১ ঘণ্টা আগে
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’-তে রায়ের কোনো বিকল্প নেই।
২ ঘণ্টা আগে