নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে বসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারী প্রবাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রবাসে বসে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারীদের চিহ্নিত করতে বাংলাদেশ মিশনগুলোকে কর্মতৎপরতা বৃদ্ধির সুপারিশ করে। বৃহস্পতিবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতির প্রতিবেদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়-বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী/অভিবাসী বাংলাদেশি ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা পাঠানোর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে অনেক সময় ভূমিকা রাখতে পারেন। দুঃখজনক হচ্ছে, ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন।
তাতে আরও বলা হয়, সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে শাস্তির/বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অপপ্রচার মোকাবিলার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে নিয়মিতভাবে তথ্যবহুল সংবাদ, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশের বিষয়ে পরিকল্পনা গ্রহণ এবং নিয়মিত প্রচেষ্টা চলমান রয়েছে বলে কমিটিকে জানায় মন্ত্রণালয়। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে অসত্য ও অপপ্রচারমূলক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল প্রতিবাদলিপিসহ গণমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করে থাকে বলে জানানো হয়।
জানা গেছে, কমিটির আগের বৈঠকে বিদেশে বসে সরকার বিরোধী নানা প্রচারণার বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।
কমিটির সদস্য হাবিবে মিল্লাত বলেন, সরকার বিরোধী তথা দেশবিরোধী চক্রটি দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চক্রের ২২ জনের তালিকা তৈরি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অসত্য তথ্য তুলে ধরে সঠিক তথ্য পরিবেশের গুরুত্ব দেন তিনি। এ জন্য আওয়ামী লীগ থেকেও নির্দেশনা থাকার প্রয়োজন বলে তিনি মনে করেন।
অপপ্রচারের কারণে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের প্রতিনিধি বাংলাদেশ নিয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেছে বলে বৈঠকে জানান কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ। সুইডেন ভিত্তিক বাংলা পত্রিকা ‘নেত্র নিউজ’ মিথ্যা ও অর্ধসত্য তথ্য মিলিয়ে নানান প্রতিবেদন দিচ্ছে বলেও জানান তিনি।
সদস্য নাহিম রাজ্জাক সরকার তথা দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বেশি করে অনানুষ্ঠানিক বৈঠক করার ওপর গুরুত্বারোপ করেন। সম্পর্ক বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কমিটির পক্ষ থেকে দেশগুলো সফর করার কথা বলেন। তিনি বলেন, এসব দেশসমূহ আগামী ৬ মাসের মধ্যে ভিজিট করতে হবে, না হলে পরে কমিটির সদস্যগণ সময় দিতে পারবেন না। প্রয়োজনে ‘ঢাকা ডায়ালগ’ আয়োজনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান।
কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ইউরোপের বেশ কিছু দেশে সরকার তথা দেশের বিরুদ্ধে একটি চক্র ব্যাপক আকারে অপপ্রচার চালাচ্ছে। এগুলো প্রতিরোধের ক্ষেত্রে তিনি কমিটির পরামর্শ কামনা করেন।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, দেশবিরোধী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে সংসদীয় কমিটি এ ব্যাপারে সহযোগিতা প্রদান করবে বলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

বিদেশে বসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারী প্রবাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রবাসে বসে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারীদের চিহ্নিত করতে বাংলাদেশ মিশনগুলোকে কর্মতৎপরতা বৃদ্ধির সুপারিশ করে। বৃহস্পতিবারের বৈঠকে ওই সুপারিশের অগ্রগতির প্রতিবেদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়-বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী/অভিবাসী বাংলাদেশি ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা পাঠানোর পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে অনেক সময় ভূমিকা রাখতে পারেন। দুঃখজনক হচ্ছে, ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন।
তাতে আরও বলা হয়, সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে শাস্তির/বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
অপপ্রচার মোকাবিলার পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং অনলাইন গণমাধ্যমে নিয়মিতভাবে তথ্যবহুল সংবাদ, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশের বিষয়ে পরিকল্পনা গ্রহণ এবং নিয়মিত প্রচেষ্টা চলমান রয়েছে বলে কমিটিকে জানায় মন্ত্রণালয়। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে অসত্য ও অপপ্রচারমূলক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল প্রতিবাদলিপিসহ গণমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করে থাকে বলে জানানো হয়।
জানা গেছে, কমিটির আগের বৈঠকে বিদেশে বসে সরকার বিরোধী নানা প্রচারণার বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।
কমিটির সদস্য হাবিবে মিল্লাত বলেন, সরকার বিরোধী তথা দেশবিরোধী চক্রটি দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ চক্রের ২২ জনের তালিকা তৈরি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অসত্য তথ্য তুলে ধরে সঠিক তথ্য পরিবেশের গুরুত্ব দেন তিনি। এ জন্য আওয়ামী লীগ থেকেও নির্দেশনা থাকার প্রয়োজন বলে তিনি মনে করেন।
অপপ্রচারের কারণে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের প্রতিনিধি বাংলাদেশ নিয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেছে বলে বৈঠকে জানান কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ। সুইডেন ভিত্তিক বাংলা পত্রিকা ‘নেত্র নিউজ’ মিথ্যা ও অর্ধসত্য তথ্য মিলিয়ে নানান প্রতিবেদন দিচ্ছে বলেও জানান তিনি।
সদস্য নাহিম রাজ্জাক সরকার তথা দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বেশি করে অনানুষ্ঠানিক বৈঠক করার ওপর গুরুত্বারোপ করেন। সম্পর্ক বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কমিটির পক্ষ থেকে দেশগুলো সফর করার কথা বলেন। তিনি বলেন, এসব দেশসমূহ আগামী ৬ মাসের মধ্যে ভিজিট করতে হবে, না হলে পরে কমিটির সদস্যগণ সময় দিতে পারবেন না। প্রয়োজনে ‘ঢাকা ডায়ালগ’ আয়োজনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানান।
কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ইউরোপের বেশ কিছু দেশে সরকার তথা দেশের বিরুদ্ধে একটি চক্র ব্যাপক আকারে অপপ্রচার চালাচ্ছে। এগুলো প্রতিরোধের ক্ষেত্রে তিনি কমিটির পরামর্শ কামনা করেন।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, দেশবিরোধী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে সংসদীয় কমিটি এ ব্যাপারে সহযোগিতা প্রদান করবে বলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৬ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে