নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আবারও টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করল সরকার। এখন থেকে আঠারো বছরের ওপরের যেকেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
আজ বুধবার সম্প্রসারিত বিতরণ কর্মসূচির (ইপিআই) সদস্যসচিব ডা. শামসুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে আঠারো বছরের বেশি বয়সীদের টিকা নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে এই বয়সীরা যে কেউ টিকার জন্য নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ১৮ বছরের যেকোনো শিক্ষার্থী টিকা নিতে পারবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে নানা জটিলতায় পরে সেটি বাস্তবায়ন হয়নি।
করোনা প্রতিরোধে জানুয়ারিতে ৫৫ বছর বয়স নির্ধারণ করে শুরু হয় টিকার নিবন্ধন। তবে এর দুই সপ্তাহের মাথায় বয়সসীমা কমিয়ে আনা হয় চল্লিশে। এরপর তৃতীয় দফায় পঁয়ত্রিশ, চতুর্থ দফায় ত্রিশ, পঞ্চম দফায় পঁচিশ, ষষ্ঠ দফায় আঠারো চূড়ান্ত করল সরকার। এ ছাড়া স্কুল-কলেজের ১৭ থেকে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরই মধ্যে ১৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে ১২০ জন শিশু শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। চলতি মাসেই রাজধানীর সব স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। প্রথম পর্যায়ে দেওয়া হবে ফাইজারের ৩০ লাখ টিকা।
সারা দেশের এক কোটির বেশি ছেলে-মেয়েকে টিকা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। সেটি পেলেই শিশুদের টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।

কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আবারও টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর নির্ধারণ করল সরকার। এখন থেকে আঠারো বছরের ওপরের যেকেউ সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
আজ বুধবার সম্প্রসারিত বিতরণ কর্মসূচির (ইপিআই) সদস্যসচিব ডা. শামসুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে আঠারো বছরের বেশি বয়সীদের টিকা নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে এই বয়সীরা যে কেউ টিকার জন্য নিবন্ধন করে টিকা নিতে পারবেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ১৮ বছরের যেকোনো শিক্ষার্থী টিকা নিতে পারবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তবে নানা জটিলতায় পরে সেটি বাস্তবায়ন হয়নি।
করোনা প্রতিরোধে জানুয়ারিতে ৫৫ বছর বয়স নির্ধারণ করে শুরু হয় টিকার নিবন্ধন। তবে এর দুই সপ্তাহের মাথায় বয়সসীমা কমিয়ে আনা হয় চল্লিশে। এরপর তৃতীয় দফায় পঁয়ত্রিশ, চতুর্থ দফায় ত্রিশ, পঞ্চম দফায় পঁচিশ, ষষ্ঠ দফায় আঠারো চূড়ান্ত করল সরকার। এ ছাড়া স্কুল-কলেজের ১৭ থেকে ১২ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরই মধ্যে ১৪ অক্টোবর পরীক্ষামূলকভাবে ১২০ জন শিশু শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। চলতি মাসেই রাজধানীর সব স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। প্রথম পর্যায়ে দেওয়া হবে ফাইজারের ৩০ লাখ টিকা।
সারা দেশের এক কোটির বেশি ছেলে-মেয়েকে টিকা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশনা পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। সেটি পেলেই শিশুদের টিকা দেওয়া হবে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া পর পোস্টাল ব্যালটে ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি বা ভিডিও শেয়ার করলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ইসি।
১ ঘণ্টা আগে
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
৬ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১৫ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১৫ ঘণ্টা আগে