আজকের পত্রিকা ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ভোরে ডিবি পুলিশের সহায়তায় রমনার সচিব নিবাসের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার ভিত্তিতে তাঁকে ভোরে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। দুপুরে তাঁকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
দুদকের সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। আটকের পর গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জাহাঙ্গীর আলমকে পরে আদালতে হাজির করা হয়। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় অন্তর্বর্তী সরকার। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ভোরে ডিবি পুলিশের সহায়তায় রমনার সচিব নিবাসের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার ভিত্তিতে তাঁকে ভোরে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। দুপুরে তাঁকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
দুদকের সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। আটকের পর গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জাহাঙ্গীর আলমকে পরে আদালতে হাজির করা হয়। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় অন্তর্বর্তী সরকার। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
৪ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’ অর্জন করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। বর্তমানে ওয়াশিংটন ডিসি সফরে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
৮ ঘণ্টা আগে