Ajker Patrika

আজ সারা দেশে গ্রেপ্তার ১৫২১ জন

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৭
আজ সারা দেশে গ্রেপ্তার ১৫২১ জন

অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনামুল হক সাগর জানান, ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও পরোয়ানায় ১ হাজার ১৭৮ জন। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, ৬টি শটগান, ছুরি, তলোয়ার, কুড়াল, ককটেল, লাঠি, রড ও রামদা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শনিবার রাত থেকে রোববার সারা দিনে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত