Ajker Patrika

আগামীকাল ঈদ 

আগামীকাল ঈদ 

আজ সোমবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এবং পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। 

এর আগে, গত কাল রোববার বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবারই উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর। 

রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের একদিন আগে অর্থাৎ গত রোববার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে আজ। তবে, ব্যতিক্রম ছিল আফগানিস্তান। দেশটিতে গত শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে রমজান মাস শেষ হয় ২৯ দিনে। এবং সেই অনুসারে দেশটিতে গত রোববার ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত