নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সেই সঙ্গে ভারতের অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনাকেও দেশের ফেরার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আওয়ামী লীগের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে পার্টি গোছান। আশা করি, উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কনস্টিটিউয়েন্সি...একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।’
আওয়ামী লীগ সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘এক সময় সেক্যুলারপন্থী দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল! যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে! লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়!’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে ব্যান করাটা ভেরি ব্যাড কালচার।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে উপদেষ্টা বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি। ২১ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও ক্ষেপে উঠবে।’
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কিনা—সাংবাদিকদের এ প্রশ্নে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা–এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে সেটির শ্বেতপত্র প্রকাশের দাবি করেন পলাশ দে। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সেই সঙ্গে ভারতের অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনাকেও দেশের ফেরার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আওয়ামী লীগের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে পার্টি গোছান। আশা করি, উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কনস্টিটিউয়েন্সি...একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।’
আওয়ামী লীগ সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘এক সময় সেক্যুলারপন্থী দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল! যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে! লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়!’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে ব্যান করাটা ভেরি ব্যাড কালচার।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে উপদেষ্টা বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি। ২১ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও ক্ষেপে উঠবে।’
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কিনা—সাংবাদিকদের এ প্রশ্নে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা–এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে সেটির শ্বেতপত্র প্রকাশের দাবি করেন পলাশ দে। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
১২ ঘণ্টা আগে